পাকিস্তানের সঙ্গে ভালো প্রতিযোগিতা হবে, বিশ্বাস জ্যোতির
চার বছর পর আবার মাঠে গড়িয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৩০ সেপ্টেম্বর শুরু হয়েছে টুর্নামেন্টটি, তবে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে আজ (বৃহস্পতিবার)। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।