শান্ত-মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের রঙিন দিন
শ্রীলঙ্কার গল দুর্গে প্রথম দুই-তিন দিনে প্রচুর রান হবে! টেস্ট শুরুর আগে এমন আশার কথাই শুনিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়কের কথার সঙ্গে মাঠের পারফরম্যান্সকে মেলাতে পারেননি এনামুল হক বিজয়, সাদমান ইসলাম ও মুমিনুল হকরা। ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে শঙ্কা জাগলেও সেটা হতে দেননি শান্ত ও মুশফিকুর রহিম। বাংলাদেশকে বিপদ থেকে টেনে তোলার পাশাপাশি নিজেরাও পেয়েছেন সেঞ্চুরির দেখা। তাদের দুজনের সেঞ্চুরিতেই প্রথম দিন শেষে ৩ উইকেটে ২৯২ রান তুলেছে বাংলাদেশ।