ঢাকার প্রধান কোচ রেডফোর্ড
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। তবে দলটির প্রধান কোচ হিসেবে কে দায়িত্ব পালন করবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসছেন শোয়েব আখতার। পাকিস্তানের সাবেক এই পেসারকে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দেখা যাবে। তবে দলটির প্রধান কোচ হিসেবে কে দায়িত্ব পালন করবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা।
একটা সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিয়মিত খেলতেন মোহাম্মদ আমির। তবে গত দুই আসরে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দেখা যায়নি বাঁহাতি এই পেসারকে। তবে বিপিএলের আগামী মৌসুমে সিলেট টাইটান্সের হয়ে খেলতে দেখা যাবে তাকে। নিলামের আগে সরাসরি চুক্তিতে আমিরকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০২৬ সালের ৯ জানুয়ারি পর্দা উঠবে নারী আইপিএলের আগামী আসর। ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের চতুর্থ মৌসুমের আগে ২৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে নিলাম। যেখানে নিবন্ধন করেছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। মারুফা আক্তারের সঙ্গে ছিলেন রাবেয়া খান ও স্বর্ণা আক্তার। নিলামে মারুফা ও রাবেয়ার নাম তোলা হলেও তাদের দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের নিলামের আগে দুজন করে দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিরা। অর্থাৎ নিলামের আগেই ১২ জন বাংলাদেশি ক্রিকেটারের ঠিকানা চূড়ান্ত হয়েছে। তাদের বাইরে ৩০ নভেম্বর হতে যাওয়া নিলামের জন্য ৬ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ১৫৪ জন স্থানীয় ক্রিকেটার। তবে সেখানে নাম নেই সবশেষ এনসিএল টি-টোয়েন্টিতে পারফর্ম করা বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারের নাম।
কয়েক দফা পেছানোর পর অবশেষে আগামী ৩০ নভেম্বর রাজধানীর পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। কয়েক আসর পর ফেরা নিলামের জন্য ৫০০ জনের বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন। তবে যাচাই-বাছাই শেষে নিলামের জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের জন্য সিলেট টাইটান্সের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সোহেল ইসলাম। শেখ জামালের পাশাপাশি রংপুর রাইডার্সের প্রধান কোচও ছিলেন তিনি। সোহেলের সঙ্গে সিলেটের কোচিং প্যানেলে জায়গা পেয়েছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কাজ করা এক ঝাঁক দেশি কোচ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসন্ন আসরে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করছে নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা পেয়েছে দেশ ট্রাভেলস। মালিকানা পেয়েই দল সাজানোর চেষ্টা করছে তারা।
পার্থে অনুষ্ঠিত হওয়া অ্যাশেজের প্রথম টেস্টের পিচকে ‘ভেরি গুড’ রেটিং দিয়েছে আইসিসি। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে তার প্রতিবেদনে জানান, উইকেটটি চার স্তরের মূল্যায়ন ব্যবস্থায় সর্বোচ্চ মান পেয়েছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। আগামী মৌসুমে দেখা যাবে নোয়াখালী এক্সপ্রেসের ডাগ আউটে। প্রথমবারের মতো বিপিএল খেলতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন সুজন।
বিপিএল নিলামের জন্য ৫০০ জনের বেশি নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গায় পেয়েছেন ২৫০ বিদেশি ক্রিকেটার। তবে স্থানীয় কতজন ক্রিকেটার নিবন্ধন করেছেন সেটা জানা যায়নি। তবে সূত্রের খবর ৩০ নভেম্বর হতে যাওয়া বিপিএল নিলামে ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘এ’ ক্যাটাগরিতে আছেন লিটন কুমার দাস ও নাইম শেখ। দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের ‘এ’ ক্যাটাগরিতে জায়গা হয়নি। তারা দুজনই ‘বি’ ক্যাটাগরিতে আছেন।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। তারা ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। যদিও দ্বিতীয় টেস্টে পঞ্চম দিয়ে নিয়ে গেছে তারা। যা আয়ারল্যান্ডকে বাড়তি অনুপ্রেরণা দিতেই পারে। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামতে যাচ্ছে দুই দল।
রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে হওয়ার কথা ছিল বিপিএলের আগামী আসরে। তবে নিলামের দিন কয়েক আগে ষষ্ঠ দল হিসেবে নোয়াখালী এক্সপ্রেসকে যুক্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। মালিকানা পেলেও দুইটি ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টির পুরো ১০ কোটি টাকা জমা দেয়নি। টুর্নামেন্ট শুরুর আগে পুরো টাকা দিতে না পারলে ওই মালিকানা কেড়ে নিয়ে দলটি পরিচালনার দায়িত্ব নেবে বিসিবি।