বিরতি পেলে সবাই নতুন উদ্যমে ফিরবে: লিটন
সময়টা মোটেই ভালো যাচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজের। সাম্প্রতিক সময়ে নেপালের বিপক্ষেও হারের অভিজ্ঞতা হয়েছে ক্যারিবিয়ানদের। তারাই বাংলাদেশকে নিজেদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করার স্বাদ দিয়ে গেছে। সিরিজ জুড়ে বাংলাদেশের ব্যাটার ও বোলাররা কোনো লড়াইই উপহার দিতে পারেননি।