‘বাংলাদেশের জন্য মুশফিকুর রহিম সমুদ্রের দুই-একটা পানির ফোঁটার মতো’
ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন, পরিশ্রম, ওয়ার্ক এথিক্স কিংবা নিয়মানুবর্তিতায় নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন মুশফিকুর রহিম। ফিটনেস আর পারফরম্যান্স ধরে রেখে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। শততম টেস্টে সেঞ্চুরি পাওয়ার পরও পা মাটিতেই রাখছেন ৩৮ বছর বয়সি এই ব্যাটার। মুশফিক মনে করেন, বাংলাদেশের জন্য তিনি সমুদ্রের দুই-একটা পানির ফোঁটার মতো কিছু একটা।