আমি চাই না ইমন-তানজিদরা বদলে যাক: সুজন
পাওয়ার হিটিংয়ে লিটন দাস-তাওহীদ হৃদয়দের আরও পাকাপোক্ত করে তুলতেই জুলিয়ান রস উডকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। আসন্ন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপের আগে ক্রিকেটারদের নিয়ে মোট ২৮দিন কাজ করবেন ইংলিশ এই কোচ। যদিও জুলিয়ান জানিয়েছেন, এতো অল্প সময়ে পাওয়ার হিটিং পুরোপুরি আয়ত্ত্ব করা যে সম্ভব নয়। বিসিবির সাবেক পরিচালক ও বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও বিষয়টির সঙ্গে একমত।