লিটনদের পাকিস্তানে সীমান্তবর্তী স্টেডিয়ামে না খেলার পরামর্শ
সম্প্রতি ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের কারণে শঙ্কা শুরু হয়েছিল বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে। যদিও সরকারের পক্ষ থেকে এই সফরের জন্য সবুজ সঙ্কেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সোমবার বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই সিরিজে সীমান্তবর্তী স্টেডিয়াম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।