সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ
তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ওমন শুরুর পরও প্রথম ওয়ানডেতে ম্যাচটা বাংলাদেশেরই জেতার কথা ছিল। অথচ ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের ঘূর্ণিতে মাত্র ৫ রানে ৭ উইকেট হারিয়ে শ্রীলঙ্কাকে জয়টা ‘উপহার’ দেয় সফরকারীরা। তানভীর ইসলাম, শামীম হোসেন পাটোয়ারিদের বোলিংয়ে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ান মেহেদী হাসান মিরাজরা। ১৬ রানের জয়ে সিরিজে এখন সমতা। আত্মবিশ্বাসী বাংলাদেশ সিরিজটা জিততে চায় পাল্লেকেলেতে। তৃতীয় ওয়ানডের আগে এমন ইঙ্গিতই দিয়ে গেলেন পারভেজ হোসেন ইমন।