জিততে পারব না মনে করলে বাংলাদেশে আসতাম না: রায়ান কুক
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রিন গিল গ্যালারির পাশে দাঁড়িয়ে ক’জন কাইল ক্লেইন, আরিয়ান দত্তদের সাক্ষাৎকার নিচ্ছিলেন। বাংলাদেশের সাংবাদিকদের আবদার পূরণ করে প্রায় সবাইকে খুশি করার চেষ্টা করেছেন কোরে রুটগার্স। যদিও সাক্ষাৎকারের সময়টা খুব সামান্যই। নেদারল্যান্ডসের মিডিয়া ম্যানেজারের তাড়াটা থাকাই স্বাভাবিক। সাড়ে পাঁচটা নাগাদ সাক্ষাৎকারের জন্য ডেকে পাঠান রুটগার্স। প্রায় কাছাকাছি সময়ে প্রেস কনফারেন্স রুমে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন রায়ান কুক।