তামিমের অপেক্ষায় থাকা বিসিবির কাছে সাকিবের ‘খবর নেই’
‘এই মুহূর্তে জাতীয় দল নিয়ে আমার মাথায় কোনো চিন্তা নেই।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শুরুর একদিন আগে এমনটাই জানিয়েছিলেন তামিম ইকবাল। ফরচুন বরিশালের অধিনায়ক আপাতত বিপিএল নিয়েই ব্যস্ত থাকতে চান। তবে ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে জাতীয় দলের বাইরে থাকা তামিম টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট এবং ওয়ানডেতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেননি।