‘বোলিং ছাড়া টেস্টে আমরা খুব বেশি উন্নতি করিনি’
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০১৯-২১ চক্রে সাত ম্যাচের ছয়টিতে হেরেছিল বাংলাদেশ। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র ড্রয়ে পয়েন্ট তালিকার নয়ে থেকে শেষ করেছিলেন মুমিনুল হকরা। পরের চক্রেও পারফরম্যান্সে ছিল না উন্নতির ছাপ। নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয় ছাড়া বলার মতো কিছুই করে দেখাতে পারেনি তারা। ১২ টেস্টে এক জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছিল ১০ ম্যাচে।