ব্যাটে-বলে বিবর্ণ সাকিব, দুবাইয়ের বড় হার

দুবাইয়ের জার্সিতে সাকিব আল হাসান
সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে দ্বিতীয় ম্যাচেই ৭ উইকেটের ব্যবধানে হেরেছে দলটি। এই ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ পারফরম্যান্স করেছেন সাকিব। আগে ব্যাট করে ১৪২ রানের বেশি করতে পারেনি দুবাই।

promotional_ad

জবাবে খেলতে নেমে ৩ ওভার আগেই বড় জয় নিয়ে মাঠ ছেড়েছে হোবার্ট হারিকেন্স। শুরুতে ভানুকা রাজাপাকশেকে হারালেও দারুণ ব্যাটিং করেছেন বেন ম্যাকডারমট ও ম্যাকএলিস্টার রাইট। ম্যাকডারমট আউট হয়েছেন ৪৮ রান করে। যদিও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন রাইট। তিনি ৪৭ বলে ৫০ রান করে আউট হয়েছেন।


আরো পড়ুন

৫০০ উইকেটের দিনে অলরাউন্ড পারফরম্যান্সে অ্যান্টিগার জয়ের নায়ক সাকিব

২৫ আগস্ট ২৫
ব্যাটে-বলে পারফর্ম করে অ্যান্টিগার জয়ের নায়ক বাংলাদেশের সাকিব আল হাসান

এ ছাড়া জ্যাক ডোরান অপরাজিত ২৩ রানের ইনিংস খেলে হোবার্টের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন। দুবাইয়ের হয়ে সাকিব ৩৪ রান খরচ করলেও কোনো উইকেটের দেখা পাননি। প্রথম দুই ওভারে সাকিব ১০ রান করে খরচ করেন। এরপর তৃতীয় ওভারে তিনি ৫ রান দেন। আর শেষ ওভারে সাকিব ৯ রান খরচ করেছেন।


সাকিব উইকেট না পেলেও একটি করে উইকেট নিয়েছেন রোহান মোস্তফা, কাইস আহমেদ ও আরায়ামান ভার্মা। তবে কেউই পার্থক্য গড়ে দিতে পারেননি। ফলে হার মেনে নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এর আগে দুবাই ক্যাপিটালসের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় হোবার্ট হারিকেন্স।


promotional_ad

ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় দুবাই। তারা ৪৮ রানের মধ্যে হারায় ৩ উইকেট। ওপেনার সেদিকউল্লাহ অটলের ব্যাট থেকে আসে ১১ বলে ২৫ রান। মোস্তফা আউট হন ১২ রান করে। ১২ রান আসে নিরোশান ডিকওয়েলার ব্যাট থেকে। সাকিবও থিতু হতে পারেননি।


আরো পড়ুন

রংপুরকে হারিয়ে জিএসএল চ্যাম্পিয়ন গায়ানা

১৯ জুলাই ২৫
জিএসএল

মোহাম্মদ নবিকে সামনে পেয়ে লং অনের উপর দিয়ে ছক্কা মারেন বাঁহাতি এই ব্যাটার। এক বল পর এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা মারার চেষ্টায় জেইক দুরানের হাতে ক্যাচ দিয়েছেন সাকিব। বিগ ব্যাশের চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের সাবেক অধিনায়ক আউট হয়েছেন ১০ বলে ৭ রান করে। এরপর বৃষ্টির কারণে বেশ খানিক্ষণ বন্ধ থাকে খেলা।


বৃষ্টির পর আবারও খেলা শুরু হলেও ছন্দ ফিরে পায়নি দুবাই। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারিয়েছে। ১৪ রান করে কাদিম আলিয়েন আউট হয়ে যান। অধিনায়ক গুলবাদিন নাইবের ব্যাট থেকে আসে ২৭ বলে ৩১ রান। জেসে বোটান আউট হয়েছেন ১৮ বলে ১৮ রান করে। শেষদিকে ডমিনিক ড্রাকেসের ৯ বলে ১১ ও আরায়ামান ভার্মার ৬ বলে ৫ রানে ১৪০ পেরোতে পারে দিল্লি। ২ রান করে অপরাজিত ছিলেন কাইস আহমেদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball