গ্লোবাল সুপার লিগ

শ্রীলঙ্কা সফরে ডাক না পেয়েই জিএসএলে গিয়েছিলেন সোহান

জাকের আলী অনিক, পারভেজ হোসেন ইমনের সঙ্গে শ্রীলঙ্কা সফরে উইকেটকিপার হিসেবে ছিলেন লিটন দাসও। স্কোয়াডে এতজন উইকেটকিপার থাকায় একই ক্যাটাগরির নুুরুল হাসান সোহানকে বিবেচনা করতে পারেননি নির্বাচকরা! শ্রীলঙ্কা সফরের দলে ঘোষণার সময় এমন ব্যাখ্যা দিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। যদিও সেই সময় গুঞ্জন ছিল রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলবেন বলেই সোহানকে বিবেচনা করেনি বিসিবির নির্বাচক প্যানেল। যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সোহান। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার জানান, তাঁর প্রায়োরিটিতে গ্লোবাল টি-টোয়েন্টি ছিল না।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক