হেটমায়ার ঝড়ে জিএসএলের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ গায়ানা

ছবি: শিমরন হেটমায়ার ১০ বলে ৩৯ রান করেন, ফাইল ফটো

ব্যাট হাতে এই জয়ে মূল অবদান ছিল শিমরন হেটমায়ারের। ফ্যাবিয়ান অ্যালেনের এক ওভারে তিনি চারটি ছক্কা হাকান, নেন ২৬ রান। রান তাড়ায় তিনি ১০ বলে ৩৯ রান করেন, যাতে মোট ছয়টি ছক্কার মার ছিল।
রংপুরের সব বোলারকেই আমরা বিশ্বাস করতে পারি: ইফতিখার
৭ ঘন্টা আগে
তবে আগের ইনিংসে ম্যাচের ভিত্তি তৈরি করেন গুড়াকেশ মোতি। তিনি চার ওভারে মাত্র ৯ রান দিয়ে তিনটি উইকেট নেন। হ্যারিকেনস ইনিংসের দ্বিতীয় ওভারেই ভাঙন ধরান মঈন আলী। তিন বলের ব্যবধানে ফেরান ভানুকা রাজাপাকসে (১) ও জ্যাক ডরানকে (০)।
তৃতীয় ওভারে ডোয়াইন প্রিটোরিয়াস আউট করেন বেঞ্জামিন ম্যাকডারমটকে। আউট হওয়ার আগের তিন বলে তিনটি বাউন্ডারি মেরেছিলেন ৯ বলে ২১ রান করা ম্যাকডারমট। তখন দলের রান ছিল তিন উইকেটে ২৮।

এরপর নিখিল চৌধুরী ও ম্যাকালিস্টার রাইট মিলে পাওয়ার প্লে'র দ্বিতীয় ভাগে ২৯ রান যোগ করেন। ছয় ওভার শেষে স্কোর দাঁড়ায় তিন উইকেটে ৫৮ রান। মোতি এসে নিখিলকে (২১) প্রথম বলেই স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন। চতুর্থ বলে রাইটকে (১৬) এলবিডব্লিউ করেন।
খালেদের তোপে গায়ানাকে হারিয়ে জিএসএল শুরু রংপুরের
১১ জুলাই ২৫
এরপর ইমরান তাহিরের বলে ওডেন স্মিথ বোল্ড হলে স্কোর দাঁড়ায় ছয় উইকেটে ৭৭। এরপর মোহাম্মদ নবি ও অ্যালেন ৩৫ রানের জুটি গড়লেও, ইমরান তাহির ও মোতি মিলে ১২৫ রানে ইনিংস গুটিয়ে দেন।
জবাবে ব্যাট করতে নেমে গায়ানা দ্রুত কিছু উইকেট হারায়। জনসন চার্লসকে (৮) স্ট্যানলেক ও রহমানুল্লাহ গুরবাজকে (৭) নবি ফিরিয়ে দেন। তখন স্কোর সাত ওভারে দুই ২৯। এরপর উসামা মির তুলে নেন সাত রান করা এভিন লুইসকে। ৯ ওভার শেষে দলীয় রান ছিল তিন উইকেটে ৪৩।
এই চাপের মধ্যে হেটমায়ারের ইনিংস ম্যাচ ঘুরিয়ে দেয়। যদিও হেটমায়ার ফেরার পর স্ট্যানলেক রাদারফোর্ডকে মাত্র তিন রানে ফেরান। তবুও মোতির ১৯ রান ও মঈনের অপরাজিত ৩০ রানে জয় নিশ্চিত করে গায়ানা।