মালানকে দলে ভেড়াতে চায় রংপুর

ছবি: বিপিএলের জার্সিতে ডেভিড মালান

কদিন আগেই গ্লোবাল সুপার লিগের ফাইনালে খেলেছে রংপুর। সেখানে তারা হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ফাইনালে হেরে রানার্সআপ হয়েছে। এবার তারা আগে ভাগেই বিপিএলের দল গোছানো শুরু করে দিয়েছে।
শ্রীলঙ্কা সফরে ডাক না পেয়েই জিএসএলে গিয়েছিলেন সোহান
৬ আগস্ট ২৫
ক্রিকফ্রেঞ্জিকে রংপুরের একটি দলীয় সূত্র জানিয়েছে মালানের সঙ্গে তাদের আলোচনা চলছে। তবে এখনও তার সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়নি। এদিকে বিপিএলে এবার কয়টি দল খেলবে তা এখনও নিশ্চিত নয়।

কারা কারা অংশ নিচ্ছে সেটাও নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি বিপিএলের আয়োজনে দায়িত্ব পাওয়া ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির নামও প্রকাশ করেনি বিসিবি।
দ্য হান্ড্রেডে খেলবেন অশ্বিন, আছে বিপিএলে আসার সম্ভাবনাও
৭ ঘন্টা আগে
ফলে বিপিএলের দল নিয়ে এখনও ধোঁয়াশা শেষ হয়নি। এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির হাতেই বিপিএলের আয়োজনের ভার যাবে। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি নির্বাচনেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে আগামী বিপিএল। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তাই আগে ভাগেই শুরু হবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।