ত্রিদেশীয় সিরিজের জন্য আরব আমিরাতের দল ঘোষণা

ছবি: সংযুক্ত আরব আমিরাত

উগান্ডায় অনুষ্ঠিত পার্ল অব আফ্রিকা কাপে গতবার ১৪ সদস্যের দল নিয়ে ফাইনালে হেরে গিয়েছিল আরব আমিরাত। এবার তারা নতুন চারজনকে নিয়ে দল ঘোষণা করেছে। দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন হার্শিত কৌশিক, জুনায়েদ সিদ্দিকি, মোহাম্মদ ফারুক এবং মোহাম্মদ জাওয়াদুল্লাহ। অন্যদিকে বাদ পড়েছেন আকিফ রাজা, মতিউল্লাহ খান ও জুহাইব জুবায়ের।
৯৫ রানের পর রিজানের ৫ উইকেট, চ্যাম্পিয়ন বাংলাদেশ
১০ আগস্ট ২৫
যদিও দলে আর কোনো বড় পরিবর্তন আসেনি। অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ মোহাম্মদ ওয়াসিম। তাকে সহযোগীতা করতে থাকবেন আলিশান, আর্যংশ শর্মা এবং রাহুল চোপড়া। ব্যাট হাতে দলটির অন্যতম সেরা ভরসা হতে পারেন মোহাম্মদ জোয়াইব। যিনি উগান্ডায় দারুণ ব্যাটিং করেছিলেন। সেই সঙ্গে অলরাউন্ডার সাগীর খানও দলে জায়গা ধরে রেখেছেন।
ভারতের সাবেক ওপেনার লালচাঁদ রাজপুত আছেন দলটির প্রধান কোচ হিসেবে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৩০ আগস্ট ত্রিদেশীয় সিরিজ শুরু করবে আরব আমিরাত। ১ সেপ্টেম্বর তাদের প্রতিপক্ষ আফগানিস্তান। ৪ সেপ্টেম্বর আবার পাকিস্তানের বিপক্ষে খেলবে তারা এবং ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে।

৩০ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির নিলাম
১ আগস্ট ২৫
ফাইনাল হবে ৭ সেপ্টেম্বর, এশিয়া কাপ শুরু হওয়ার দুই দিন আগে শেষ হবে ত্রিদেশীয় সিরিজটি। আরব আমিরাত এশিয়া কাপে 'এ' গ্রুপে। সেখানে তাদের সঙ্গী হিসেবে আছে ভারত, ওমান ও পাকিস্তানের বিপক্ষে। এই দলটিই যে এশিয়া কাপে খেলবে তা নিশ্চয়তা দেয়নি দলটি। এশিয়া কাপের জন্য ভিন্ন দল ঘোষণা করবে তারা।
আরব আমিরাত স্কোয়াড-
মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আর্যংশ শর্মা (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পারাশর, ইথান ডি’সুজা, হায়দার আলী, হার্শিত কৌশিক, জুনায়েদ সিদ্দিকি, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাওয়াদুল্লাহ, মোহাম্মদ জোয়াইব, রাহুল চোপড়া (উইকেটকিপার), রোহিদ খান ও সাগীর খান।