বোলারদের র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে মুস্তাফিজ
আইপিএল থেকে বাদ পড়া নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই মুস্তাফিজুর রহমানকে নিয়ে আলোচনা তুঙ্গে। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরেও ধারাবাহিক পারফরম্যান্স করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততার কারণে জাতীয় দলের খেলাও নেই। এরপর আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছেন বাঁহাতি এই পেসার।