দ্য হান্ড্রেডে খেলবেন অশ্বিন, আছে বিপিএলে আসার সম্ভাবনাও

ফাইল ছবি
সবশেষ অস্ট্রেলিয়া সফরের সময়ই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। কয়েক মাসের ব্যবধানে আইপিএল ও ভারতের ক্রিকেটও ছেড়ে দিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার। ভারতের ক্রিকেট থেকে অবসর নেয়ায় বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ হচ্ছে তার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের আগামী আসরে খেলতে চান অশ্বিন।

promotional_ad

২০০৯ সালে চেন্নাইয়ের জার্সিতে আইপিএলে অভিষেক হয় অশ্বিনের। ২০১৫ সাল পর্যন্ত তাদের হয়েই খেলেছেন তিনি। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতেও চেন্নাইকে প্রতিনিধিত্ব করেছেন ৩৮ বছর বয়সি এই স্পিনার। তবে চেন্নাই আইপিএলে নিষিদ্ধ হলে ২০১৬ সালে অশ্বিন যোগ দেন রাইজিং পুনে সুপারজায়ান্টসে। পরের বছর খেলেন পাঞ্জাব কিংসে। দুই মৌসুম দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলে ২০২২ সালে প্রথমবার আসেন রাজস্থান রয়্যালসে।


আরো পড়ুন

আইপিএল থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন

১৭ ঘন্টা আগে
রবিচন্দ্রন অশ্বিন, ফাইল ফটো

টানা তিন মৌসুমে ৩৫ ম্যাচ খেলেছেন তাদের হয়ে। ডানহাতি অফ স্পিনে নিয়েছেন ৩৫ উইকেট। তবে গত আইপিএলের আগে ৮ মৌসুম পর ৯ কোটি ৭৫ লাখ রুপিতে অশ্বিনকে নিজেদের ঘরে ফেরায় চেন্নাই। নিজের প্রত্যাবর্তনের মৌসুমে পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে ৯ ম্যাচে ৯.১২ ইকনোমি রেটে নিয়েছেন মাত্র ৭ উইকেট। এমন পারফরম্যান্সের পর ২০২৬ আইপিএলে তাকে ছেড়ে দেয়ার পরিকল্পনা করে চেন্নাই।


promotional_ad

কদিন আগে ফ্র্যাঞ্চাইজির কাছে ভবিষ্যত নিয়ে স্পষ্টতাও চেয়েছিলেন অশ্বিন। তবে সব ছাপিয়ে আচমকা ভারতের ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। অবসরের সময় ডানহাতি এই অফ স্পিনার বলেন, ‘আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় শেষ আজকেই। তবে এই খেলাটির এবং নানা লিগের অভিযাত্রী হিসেবে আমার সময় শুরু আজকে থেকেই।’


আরো পড়ুন

মালানকে দলে ভেড়াতে চায় রংপুর

৯ ঘন্টা আগে
বিপিএলের জার্সিতে ডেভিড মালান

আইপিএল থেকে অবসর নেয়ায় স্বাভাবিকভাবেই বিপিএল, সিপিএল, দ্য হান্ড্রেড, আইএল টি-টোয়েন্টি, মেজর লিগ ত্রিকেট কিংবা সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ তৈরি হয়েছে অশ্বিনের। টেলিগ্রাফ জানিয়েছে, দ্য হান্ড্রেডে খেলার জন্য ইতোমধ্যে নাকি পরিকল্পনাও এঁটেছেন তিনি। ইংল্যান্ডের এই টুর্নামেন্ট ভারতের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা থাকায় খেলাটা সহজ হতে পারে।


চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে যাওয়া এসএ টোয়েন্টি ও আইএল টি-টোয়েন্টিতে খেলবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। এই টুর্নামেন্টগুলোর মতো বিপিএলেও অশ্বিনকে দেখার আশায় থাকতে পারেন বাংলাদেশের সমর্থকরা। যদিও সেটার সম্ভাবনা ক্ষীণই। সাউথ আফ্রিকা কিংবা সংযুক্ত আরব আমিরাতের লিগে দল পেলে একই সময়ে হওয়া বিপিএলে আসতে পারবেন না তিনি। তবুও কয়েক ম্যাচের জন্য চাইলেই অশ্বিনকে আনতে পারেন বিপিএলের ফ্র্যাঞ্চাইজিরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball