আফগানিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্বে জন মুনি

ছবি: আফগানিস্তানের নতুন কোচ জন মুনি

মুনি ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে কাজ করেছেন। তিনি স্থলাভিসিক্ত হয়েছেন শেন ম্যাকডারমটের। বর্তমানে ম্যাকডারমট পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুনি আয়ারল্যান্ডের হয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে ২০০৭, ২০১১ ও ২০১৫ সালের তিনটি আইসিসি বিশ্বকাপ এবং দুটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপও। তিনি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে লেভেল ৩, ২ ও ১ কোচিং সার্টিফিকেট অর্জন করেছিলেন।

আফগানিস্তানের সঙ্গে কাজ করার পাশাপাশি, মুনি ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গেও কাজ করেছেন কোচ হিসেবে এবং চলতি বছরের জানুয়ারি থেকে আয়ারল্যান্ড নারী দলের সঙ্গে যুক্ত আছেন। এসিবি আরও জানিয়েছে যে তারা অস্ট্রেলিয়ার নির্মলন থানাবালাসিঙ্গমকে দলের নতুন ফিজিওথেরাপিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে।
থানাবালাসিঙ্গম ২০১০ সালে মাস্টার অফ ফিজিওথেরাপি এবং ২০০৮ সালে ব্যাচেলর অফ অ্যাপ্লায়েড সাইন্স সম্পন্ন করেছেন সিডনি বিশ্ববিদ্যালয় থেকে। তিনি অস্ট্রেলিয়ার ফিজিওথেরাপি বোর্ডের নিবন্ধিত প্র্যাকটিশনার এবং অস্ট্রেলিয়ান ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (এপিএ) সক্রিয় সদস্য।
থানাবালাসিঙ্গম খেলাধুলাজনিত আঘাত নিরাময় এবং ব্যায়ামভিত্তিক পুনর্বাসনে বিশেষ পারদর্শী। ২০১৮ সাল থেকে তিনি কনকর্ড স্পোর্টস মেডিসিনে সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি ২০২০ সাল থেকে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্স দলের ফিজিওথেরাপিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।