আফগানিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্বে জন মুনি

আফগানিস্তানের নতুন কোচ জন মুনি
আয়ারল্যান্ডের সাবেক ক্রিকেটার জন মুনিকে আবারও ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তান। বুধবার (২৭ আগস্ট) আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এই কোচকে নিয়োগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

promotional_ad

মুনি ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে কাজ করেছেন। তিনি স্থলাভিসিক্ত হয়েছেন শেন ম্যাকডারমটের। বর্তমানে ম্যাকডারমট পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।


মুনি আয়ারল্যান্ডের হয়ে ৯১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এর মধ্যে রয়েছে ২০০৭, ২০১১ ও ২০১৫ সালের তিনটি আইসিসি বিশ্বকাপ এবং দুটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপও। তিনি ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে লেভেল ৩, ২ ও ১ কোচিং সার্টিফিকেট অর্জন করেছিলেন।


promotional_ad

আফগানিস্তানের সঙ্গে কাজ করার পাশাপাশি, মুনি ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গেও কাজ করেছেন কোচ হিসেবে এবং চলতি বছরের জানুয়ারি থেকে আয়ারল্যান্ড নারী দলের সঙ্গে যুক্ত আছেন। এসিবি আরও জানিয়েছে যে তারা অস্ট্রেলিয়ার নির্মলন থানাবালাসিঙ্গমকে দলের নতুন ফিজিওথেরাপিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে।


থানাবালাসিঙ্গম ২০১০ সালে মাস্টার অফ ফিজিওথেরাপি এবং ২০০৮ সালে ব্যাচেলর অফ অ্যাপ্লায়েড সাইন্স সম্পন্ন করেছেন সিডনি বিশ্ববিদ্যালয় থেকে। তিনি অস্ট্রেলিয়ার ফিজিওথেরাপি বোর্ডের নিবন্ধিত প্র্যাকটিশনার এবং অস্ট্রেলিয়ান ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের (এপিএ) সক্রিয় সদস্য।


থানাবালাসিঙ্গম খেলাধুলাজনিত আঘাত নিরাময় এবং ব্যায়ামভিত্তিক পুনর্বাসনে বিশেষ পারদর্শী। ২০১৮ সাল থেকে তিনি কনকর্ড স্পোর্টস মেডিসিনে সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করছেন। আন্তর্জাতিক অঙ্গনে তিনি ২০২০ সাল থেকে ইন্টারন্যাশনাল লিগ টি টোয়েন্টিতে ডেজার্ট ভাইপার্স দলের ফিজিওথেরাপিস্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball