‘আমাদের সবার চেয়ে সেরা বুমরাহ’, বলেছিলেন ওয়াকার

ছবি: জসপ্রিত বুমরাহ, ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস

তার সঙ্গে একই সময়ে খেলেছেন ওয়াকার ইউনিস। এবার বুমরাহকে নিজেদের চেয়েও সেরা আখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার। তিনি অবশ্য সরাসরি একথা বলেননি। একদিন ওয়াকারের সঙ্গেই এক গাড়িতে ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। গাড়িতে যেতে যেতেই নাকি তিনই এই মন্তব্য করেছিলেন। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে কথা বলেছেন চোপড়া।
বুমরাহর হয়ে ব্যাট ধরলেন হার্শা
৭ আগস্ট ২৫
তিনি বলেছেন, 'আমরা একটি গাড়িতে ছিলাম। ওয়াকার ইউনুস আমার সঙ্গে ছিলেন। আমি তাকে বললাম, ‘পুরো ক্রিকেট বিশ্ব ওয়াসিম আকরামের ভ্যারিয়েশন ও বল নিয়ন্ত্রণের জন্য তাকে শ্রদ্ধা করে। তিনি ছিলেন অনন্য। বুমরাহ যেন ডানহাতি ওয়াসিম আকরাম, তাই না?'

জবাবে ওয়াকার বলেছিলেন, ‘না, সে আমাদের সবার চেয়ে ভালো। আমাদের এই বয়সে এমন ক্রিকেটীয় চিন্তাধারা ছিল না। তাঁর দক্ষতা ভালো, চিন্তাভাবনা ভালো। সে ইতিহাসের সেরা।'
ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন কোহলি-রোহিত
৫ ঘন্টা আগে
সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে ভারত। তবে তিনটির বেশি টেস্টে খেলতে পারেননি বুমরাহ। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই তাকে বিশ্রাম দেয়া হয়েছে দুই টেস্টে। মূলত এ কারণেই টেস্টে অধিনায়ক হিসেবে বুমরাহকে বেছে নেয়া হয়নি। চোপড়া মনে করেন এই মুহূর্তে বুমরাহর চেয়ে ভালো অধিনায়ক কেউ হতে পারে না ভারতের।
উদাহরণসহ তিনই বলেছেন, 'বলা হচ্ছিল, ভারতের জন্য বুমরাহর চেয়ে ভালো অধিনায়ক হতে পারে না। প্রশ্ন উঠছিল, কেন বোলাররা অধিনায়ক হতে পারে না—কারণ রোহিত শর্মার অধিনায়কত্বে তিনি সহ-অধিনায়ক ছিলেন এবং পার্থে অধিনায়ক হয়ে ম্যাচও জিতেছেন, তাই তাকে অধিনায়ক করা উচিত।'
যদিও সাম্প্রতিক সময়ে ওয়ার্কলোডের কারণে সমালোচনাও হচ্ছে বুমরাহকে নিয়ে। তাতে করে অবাক হয়েছেন চোপড়া। তিনি বলেছেন, 'এভাবেই শুরু হয়েছিল, আর এখন পরিস্থিতি এমন যে তাঁকে নিয়ে ট্রল হচ্ছে—যখন খেলেন তখন দল হারে, আর খেললে পূর্ণ দায়িত্ব নেন না। অর্থাৎ ‘বুম বুম বুমরাহ’ থেকে আমাদের ভক্তরা হয়ে গেছেন ‘গুমরাহ’। আমি খুব অবাক এবং দুঃখিত।'