ওয়ানডে থেকে অবসরে যাচ্ছেন কোহলি-রোহিত

ছবি: ফাইল ছবি

২০২৭ সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় হবে ওয়ানডে বিশ্বকাপের আগামী আসর। আইসিসির ভবিষ্যত সূচি অনুযায়ী, বিশ্বকাপের আগে ৮টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারত। অর্থাৎ দুই বছরে মাত্র ২৪টি ওয়ানডে খেলার সুযোগ পাবেন তারা। এত অল্প ম্যাচ খেলে ২০২৭ বিশ্বকাপে তারা দুজনে সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সৌরভ গাঙ্গুলি।
রোহিত-কোহলির বিশ্বকাপ মিশন নিয়ে আলোচনায় বসবে বিসিসিআই
৬ আগস্ট ২৫
ম্যাচ অনুশীলন ও ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জে পড়তে হতে পারে তাদের। ভারতের পরের ওয়ানডে সিরিজ চলতি বছরের অক্টোবরে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। দৈনিক জাগরণের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়া সফর শেষেই ওয়ানডে ক্রিকেটও ছাড়তে পারেন রোহিত ও কোহলি। তবে তাদের দুজনের সামনে বিশ্বকাপ খেলার সুযোগ থাকবে।

২০২৭ বিশ্বকাপে রোহিত-কোহলির জায়গা পাওয়া কঠিন হবে, মনে করেন গাঙ্গুলি
২২ জুন ২৫
সেটার জন্য অবশ্য নির্বাচকদের শর্ত মেনে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে ভারতের একদিনের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি। নির্বাচকদের চাওয়া অনুযায়ী, বিশ্বকাপে খেলতে হলে কিংবা ভাবনায় থাকতে হলে ৫০ ওভারের ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে রোহিত ও কোহলির দুজনকেই।
ওই বিশ্বকাপের সময় কোহলির বয়স হবে ৩৮ এবং রোহিত প্রায় ৪০ বছর ছুঁয়ে ফেলবে। এমন অবস্থায় পারফরম্যান্সের সঙ্গে ফিটনেস চ্যালেঞ্জেতেও উতরে যেতে হবে তাদের। আইপিএলের সবশেষ আসরের আগে কোহলি জানিয়েছিলেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জিততে চান। তবে বর্তমানে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন রোহিত ও কোহলির দুজনই।