বল হাতে ‘ইকোনমিক্যাল’ দিনে ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব, হারল দুবাই

সাকিব আল হাসান, ফাইল ফটো
বল হাতে উইকেট না পেলেও দারুণ 'ইকোনমিক্যাল' ছিলেন সাকিব আল হাসান। চার ওভারে মাত্র ২১ রান দেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। যদিও ব্যাট হাতে চার রানের বেশি করতে পারেননি তিনি। তার মত ব্যর্থ হয়েছে দুবাই ক্যাপিটালসও। ফলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৫৭ রানে হেরেছে দুবাই। চলতি গ্লোবাল সুপার লিগে তিন ম্যাচের মধ্যে দুটিতেই হারল সাকিবের দুবাই।

promotional_ad

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৬ রান তুলতেই তিন উইকেট হারায় দুবাই। রুহান মোস্তফা এক, সেদিকউল্লাহ আতাল ১৫ বলে ২৫ ও গুলবাদিন নাইব শুন্য রানে ফিরে যান। ফলে পাওয়ার প্লে'র মধ্যে উইকেটে আসেন সাকিব। প্রথম দুই বলে রান না নিলেও তৃতীয় বলে রোমারিও শেফার্ডকে ফাইন লেগে একটি চার মারেন সাকিব। পরের ওভারেই অবশ্য ফিরে যেতে হয় তাকে।


আরো পড়ুন

সাকিবের দুবাইয়ে খেলবেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

২৩ ঘন্টা আগে
ফাইল ছবি

মঈন আলীর বলে সুইপ করতে গিয়ে ব্যর্থ হন তিনি। বলটি সরাসরি মিডল স্টাম্পে আঘাত করে। মাত্র পাঁচ বল খেলে চার রানে ফিরে যেতে হয় সাকিবকে। তার বিদায়ের পর দলীয় পঞ্চাশ রানে ফিরে যান সঞ্জয় কৃষ্ণমূর্তিও। ফলে পঞ্চাশ রানের মধ্যে পাঁচটি উইকেট হারায় দুবাই।


শেষপর্যন্ত ১৫.৪ ওভারে ৮১ রানে অল আউট হয় দলটি। ১৮ বলে দলটির হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নিরোশান ডিকওয়েলা। গায়ানার হয়ে মাত্র ১২ রান খরচায় চারটি উইকেট নেন ইমরান তাহির।


এর আগে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৩৮ রান করে গায়ানা। মঈন আলী দলটির হয়ে ৩৮ বলে সর্বোচ্চ ৪০ রান করেন। ২৩ বলে ৩৩ রান করেন শেরফান রাদারফোর্ড। সাকিবের দলের হয়ে চারটি উইকেট নেন কলিম সানা। একটি করে উইকেট নেন ডমিনিক ড্রেকস, গুলবাদিন নাইব এবং কায়েস আহমেদ।


promotional_ad



আরো পড়ুন

‘সাকিবরা জানে কিভাবে ঘুরে দাঁড়াতে হয়’

১২ জুলাই ২৫
উইকেট পেয়ে সাকিব আল হাসানের উদযাপন

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পরে গায়ানা। পাওয়ার প্লে'তে তিন উইকেট হারায় দলটি। ছয় ওভারে করে তিন উইকেটে ৪২ রান। রহমানউল্লাহ গুরবাজ শুন্য, শিমরন হেটমায়ার ১৪ এবং জনসন চার্লস ১১ রানে ফিরে যান।


সপ্তম ওভারে সাকিব বোলিংয়ে আসেন। প্রথম ওভারে কেবল পাঁচ রান দেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে সাকিব দেন ৯ রান। এই ওভারে দুটি ডট বল দিলেও একটি ছক্কা হজম করেন সাকিব। ওভারের শেষ বলে তাকে ডিপ মিড উইকেটে ছক্কা হাকান মঈন।



নিজের তৃতীয় ওভারে মাত্র চার রান দেন সাকিব। এই ওভারেও দুটি ডট বল দেন তিনি। নিজের করা শেষ ওভারেও অবিশ্বাস্য মিতব্যয়ী ছিলেন সাকিব। এই ওভারে তিনটি ডট বলের পাশাপাশি তিনটি সিঙ্গেলস দেন তিনি।


সংক্ষিপ্ত স্কোর-


গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ১৩৮/৭ (২০.০ ওভার) (মঈন ৪০, রাদারফোর্ড ৩৩; কলিম ৪/৩১, সাকিব ০/২১)


দুবাই ক্যাপিটালস- ৮১/১০ (১৫.৪ ওভার) (ডিকওয়েলা ২৬, আতাল ২৫; তাহির ৪/১২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball