ডাকেটের সঙ্গে তর্কে জড়িয়ে সিরাজের জরিমানা ও ডিমেরিট পয়েন্ট

ছবি: ডাকেটকে আউট করার পর সিরাজের উদযাপন

তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে তাকে। গত ২৪ মাসে এটি সিরাজের দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট। ঘটনার সূত্রপাত লর্ডস টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলের। তখন ইংল্যান্ডের হয়ে ব্যাট করছিলেন বেন ডাকেট ও জ্যাক ক্রলি।
আমি দায়িত্ব এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসি: সিরাজ
৫ জুলাই ২৫
বিশেষ করে ক্রলি কিছুটা সময় নষ্ট করছিলেন। তার এই অযথা সময় নষ্ট সহজে মেনে নিতে পারেনি ভারত। দলটির একাধিক ক্রিকেটার মাঠেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। অধিনায়ক শুভমান গিল থেকে শুরু করে সিরাজ। সবাই ইংল্যান্ডের ব্যাটারদের দিকে তেড়ে যান।

পরদিন সকালে পঞ্চম ওভারে মিড-অনে তুলে মারতে গিয়ে সিরাজকে উইকেট দিয়ে বসেন ডাকেট। এরপরই শুরু হয় সিরাজের তীব্র উদযাপন—গর্জন। ইংলিশ এই ব্যাটার ফিরে যাওয়ার সময় তার সঙ্গে শারীরিক সংঘর্ষেও জড়ান সিরাজ। এই বিষয়টি চোখ এড়ায়নি আম্পারদের।
ক্রলি-ডাকেটের জুটিতেই জিতেছে ইংল্যান্ড, বলছেন স্টোকস
২৫ জুন ২৫
আইসিসির বিবৃতিতে বলা হয়, 'উইকেট পাওয়ার পর সিরাজ তার ফলো-থ্রুতে ব্যাটারের কাছাকাছি উদযাপন করেন এবং ডাকেট যখন লর্ডসের লং রুমের দিকে হাঁটছিলেন, তখন তাঁর শরীরের সঙ্গে সংঘর্ষ ঘটে।'
এ ঘটনায় সিরাজকে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৫ ধারা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ধারা অনুযায়ী, 'ব্যাটারকে আউট করার পর কোনো ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ করা যাবে না, যা তাকে অপমানিত করতে পারে কিংবা আগ্রাসী প্রতিক্রিয়া উসকে দিতে পারে।'
দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পাওয়ায় এখন থেকে আরও সতর্ক থাকতে হবে সিরাজকে। কারণ, ২৪ মাসে যদি চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হয়ে যায়, সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়, যার ফলে ম্যাচ থেকে নিষিদ্ধ হতে হয় সেই খেলোয়াড়কে। সিরাজের সামনেও তাই নিষেধাজ্ঞার ভয় থাকছেই।