বিসিসিআইয়ের নতুন সভাপতি হতে যাচ্ছেন মিঠুন

আন্তর্জাতিক
বিসিসিআইয়ের নতুন সভাপতি হতে যাচ্ছেন মিঠুন
মিঠুন মানহাস
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
চারিদিকে জল্পনা কল্পনা চলছে বিসিসিআইয়ের নতুন সভাপতি কে হতে চলেছেন। মনোনয়ন জমা দেয়ার শেষদিন পর্যন্ত সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে নাম এসেছে মিঠুন মানহাসের। সবকিছু ঠিক থাকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের সভাপতি হতে চলেছেন দিল্লির এই সাবেক অধিনায়ক।

গত আগস্ট থেকে বিসিসিআইয়ের সভাপতির পদটি খালি হয়ে আছে। এরপর থেকে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আরেকজন সাবেক ক্রিকেটারেরও যোগ দিতে যাচ্ছেন বিসিসিআইতে।

কর্ণাটক ও ভারতের সাবেক স্পিনার রঘুরাম ভাট হচ্ছেন সম্ভাব্য নতুন কোষাধ্যক্ষ। বর্তমানে ভাট কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। এদিকে অক্টোবরে ৪৬ বছরে পা দেবেন মানহাস, যিনি বিসিসিআই কর্তৃক নিযুক্ত উপ-কমিটির সদস্য হিসেবে জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালনা করছেন।

জম্মুতে জন্ম নেয়া মানহাস ২০১৫ সালে দিল্লি থেকে জম্মু ও কাশ্মীরে যোগ দেন এবং পরের বছর অবসরে যান। এরপর থেকে তিনি বিভিন্ন দলে কোচ হিসেবে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের কোচিং স্টাফে কাজ করেছেন মানহাস। ভারতীয় ঘরোয়া ক্রিকেটের অন্যতম বড় নাম মানহাস ১৯৯৭-৯৮ থেকে ২০১৬-১৭ পর্যন্ত ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

ব্যাট হাতে করেছেন ৯ হাজার ৭১৪ রান। এ ছাড়াও তিনি ১৩০টি লিস্ট এ ম্যাচে ৪ হাজার ১২৬ রান এবং ৯১টি টি২০ ম্যাচে ১ হাজার ১৭০ রান করেছেন তিনি। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে শনিবার দিল্লিতে এক অনানুষ্ঠানিক বৈঠকে মানহাসের নাম উঠে আসে। বৈঠকে উপস্থিত ছিলেন কয়েকজন গুরুত্বপূর্ণ সাবেক ও বর্তমান বিসিসিআই সদস্য—বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ, রাজীব শুক্লা, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি রোহন জেটলি এবং বিসিসিআইয়ের সাবেক সচিব নিরঞ্জন শাহ।

বিভিন্ন পদে বিসিসিআইয়ের নির্বাচন আগামী ২৮ সেপ্টেম্বর মুম্বাইয়ে বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে রবিবারের মধ্যে নতুন মনোনয়ন জমা না পড়লে, দিল্লির বৈঠকে আলোচিত নামগুলোই চূড়ান্ত হওয়ার সম্ভাবনা বেশি। জানা গেছে এ বছরের জানুয়ারিতে জয় শাহের স্থলাভিষিক্ত হওয়া সাইকিয়া সচিব পদে বহাল থাকবেন। শুক্লাও সহ-সভাপতির দায়িত্বে থেকে যাবেন।

আরো পড়ুন: মিঠুন মানহাস