৫০০ উইকেটের দিনে অলরাউন্ড পারফরম্যান্সে অ্যান্টিগার জয়ের নায়ক সাকিব

ব্যাটে-বলে পারফর্ম করে অ্যান্টিগার জয়ের নায়ক বাংলাদেশের সাকিব আল হাসান
ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ড্যারেন ব্রাভোকে ফিরিয়ে পাঁচশ উইকেট ছুঁতে আরেকধাপ এগিয়েছিলেন সাকিব আল হাসান। তবে পরের ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে বাংলাদেশের অলরাউন্ডার ছিলেন উইকেটশূন্য। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে অপেক্ষার প্রহর ফুরালেন তিনি। নিয়েছেন নাভিয়ান বিদাইসি ও কাইল মেয়ার্সের উইকেটও। ২ ওভার বোলিংয়ের সুযোগ পেয়ে ১১ রান খরচায় অ্যান্টিগাকে তিনটা উইকেট এনে দিয়েছেন সাকিব।

promotional_ad

টি-টোয়েন্টিতে পাঁচশ উইকেট ছোঁয়ার দিনে ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন তিনি। নাভিয়ানের পাশাপাশি নাসিম শাহকেও ছক্কা মেরেছেন বাঁহাতি এই ব্যাটার। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সকে জয়ের খুব কাছে নিয়ে ফেরার আগে খেলেছেন ২ ছক্কা ও এক চারে ১৮ বলে ২৫ রানের ইনিংস। সাকিবের এমন অলরাউন্ড পারফরম্যান্সের দিনে সেন্ট কিটসের বিপক্ষে ৭ উইকেট জিতেছে অ্যান্টিগা। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলেন সাকিব-ইমাদ ওয়াসিমরা।


আরো পড়ুন

হেলস-কার্টির জোড়া ফিফটিতে সাকিবদের বড় হার

১ ঘন্টা আগে
উইকেট নেয়ার পর সতীর্থদের সঙ্গে সাকিব

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে জয়ের জন্য ১৩৪ রানের লক্ষ্য তাড়ায় অ্যান্টিগাকে ভালো শুরু এনে দেয়ার চেষ্টা করেন রাখিম কর্নওয়াল ও জোয়েল অ্যান্ড্রু। তাদের দুজনের ৩৪ রানের উদ্বোধনী জুটি ভাঙে ইনিংসের পঞ্চম ওভারে। অ্যাশাম নেডের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে ছক্কা মারতে চেয়েছিলেন কর্নওয়াল। তবে ব্যাটে-বলে টাইমিং না হওয়ার পাশাপাশি টপ এজ হয়ে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দিয়েছেন।


কর্নওয়াল ১৬ রানে ফিরলে জুটি গড়ার চেষ্টা করেন অ্যান্ড্রু ও কারিমা গোর। তাদের দুজনের জমে ওঠা জুটি ভেঙেছেন ওয়াকার সালামখিল। আফগানিস্তানের স্পিনারের দুর্দান্ত এক ডেলিভারিতে রিজওয়ানের চতুরতায় স্টাম্পিং হয়েছেন অ্যান্ড্রু। ডানহাতি ওপেনার ফিরেছেন ২৮ বলে ২৮ রান করে। বোলিংয়ে আলো ছড়ানো সাকিবের ব্যাটিংয়ে সুযোগ হয় চার নম্বরে। কারিমাকে সঙ্গে নিয়ে অ্যান্টিগাকে এগিয়ে নিয়ে যেতে থাকেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।


ইনিংসের ১৩তম ওভারের প্রথম বলেই ডাউন দ্য উইকেটে এসে নেডকে ছক্কা মারেন সাকিব। পরের বলে রিভার্স সুইপ করে মেরেছেন চার। একটু পর নাসিম শাহর লেগ স্টাম্পের ডেলিভারিতে একটু সরে গিয়ে থার্ডম্যান দিয়ে ছক্কা মেরেছেন বাঁহাতি এই ব্যাটার। ভালো শুরু পাওয়ার পর অবশ্য অ্যান্টিগাকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি তিনি। নাভিয়ানের গুগলিতে ডাউন দ্য উইকেট এসে ছক্কা মারতে চেয়েছিলেন সাকিব।


ব্যাটে-বলে করতে না পারায় স্টাম্পিং হয়ে ফিরতে হয়েছে তাকে। আউট হওয়ার আগে দুই ছক্কা ও এক চারে ১৮ বলে ২৫ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশের এই ব্যাটার। তবে অ্যান্টিগার জয় নিশ্চিত করেছেন কারিমা। যুক্তরাষ্ট্রের ডানহাতি ব্যাটার অপরাজিত ছিলেন ৪৭ বলে ৫২ রানের ইনিংস খেলে। চলতি আসরে তিনটা হাফ সেঞ্চুরি করলেন তিনি। আরেক ব্যাটার আন্দ্রিস গুস অপরাজিত ছিলেন ৯ রানে।


promotional_ad



আরো পড়ুন

যা অর্জন করেছি সেটা নিয়ে আমি খুশি, ৫০০ উইকেট পেয়ে সাকিব

২৪ আগস্ট ২৫
সিপিএল

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারে উইকেট হারায় সেন্ট কিটস। জেইডেন সিলসের ব্যাক অব লেংথ ডেলিভারিতে শামার স্প্রিঙ্গারের দুর্দান্ত ক্যাচে ১৬ রানে ফিরেছেন আন্দ্রে ফ্লেচার। পাওয়ার প্লে শেষ হতেই আউট হয়েছেন রাইলি রুশো। স্প্রিঙ্গারের বলে কয়েক দফায় ক্যাচ নিয়েছেন অ্যান্ড্রু। ১২ বলে ১০ রান করেছেন রুশো। ৩২ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন এভিন লুইস ও রিজওয়ান।


তৃতীয় উইকেট জুটিতে তারা দুজনে মিলে ৪৯ রান যোগ করেন। লুইসের বিদায়ে ভাঙে জুটি। সালমান ইরশাদের স্লোয়ার বাউন্সারে পুল করতে গিয়ে গুসের হাতে ক্যাচ দিয়েছেন ৩১ বলে ৩২ রান করা বাঁহাতি এই ওপেনার। দলের রান একশ ছোঁয়ার আগেই ফিরেছেন রিজওয়ানও। পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার আউট হয়েছেন ২৬ বলে ৩০ রান করে। সাকিবের বলে তাঁরই হাতে ক্যাচ দেন তিনি।


নিজের প্রথম ওভারে ৯ রান দিয়ে রিজওয়ানের উইকেট নেন বাংলাদেশের এই স্পিনার। বাংলাদেশের প্রথম ও ইতিহাসের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। সাকিবের আগে এমন কীর্তি আছে কেবল রশিদ খান, ইমরান তাহির, ডোয়াইন ব্রাভো ও সুনীল নারিনের। তবে ৫০০ উইকেট ও ব্যাট হাতে ৭ হাজার করা একমাত্র অলরাউন্ডার সাকিব।


ইনিংসের ১৭তম ওভারে আবারও বোলিংয়ে আনা হয় বাংলাদেশের এই স্পিনারকে। দ্বিতীয় বলেই মেয়ার্সের উইকেট তুলে নেন তিনি। সাকিবের অফ স্টাম্পের বাইরের ফুলার লেংথ ডেলিভারিতে ছক্কা মারার চেষ্টায় টপ এজ হয়ে পয়েন্টে উসামা মীরের হাতে ক্যাচ দিয়েছেন। একই ওভারে ফিরিয়েছেন নাভিয়ান বিদাইসিকেও। বাঁহাতি স্পিনারের বলে স্লগ করতে গিয়ে আউট হয়েছেন তিনি।


ওই ওভারে দুই রানে ২ উইকেট নিয়েছেন সাকিব। সবমিলিয়ে ২ ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পরবর্তীতে সেন্ট কিটসের কেউই সুবিধা করতে পারেননি। ফলে ব্যাটিং ব্যর্থতায় ১৩৩ রানের বেশি করতে পারেনি সফরকারীরা। অ্যান্টিগার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন সাকিব। একটি করে উইকেট পেয়েছেন সালমান, সিলস ও স্প্রিঙ্গার।


সংক্ষিপ্ত স্কোরঃ


সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস— ১৩৩/৯ (২০ ওভার) (লুইস ৩২, ফ্লেচার ১৬, রিজওয়ান ৩০, মেয়ার্স ১৮; সাকিব ৩/১১)


অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স— ১৩৭/৩ (১৯.৪ ওভার) (অ্যান্ড্রু ২৮, সাকিব ২৫, কারিমা ৫২*; সালামখিল ১/১৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball