বিশ্বকাপ আয়োজনের শঙ্কা উড়িয়ে দিল বিসিসিআই

টি-টোয়েন্টি বিশ্বকাপ
টি-টোয়েন্টি বিশ্বকাপ
টি-টোয়েন্টি বিশ্বকাপ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ আয়োজন করতে যাচ্ছে। টুর্নামেন্টে কলকাতা ছয়টি ম্যাচের আয়োজক। এর মধ্যে একটি সেমিফাইনালও রয়েছে। বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ভারতে আঘাত হেনেছে নিপাহ ভাইরাস।

এর প্রাদুর্ভাবের কারণে অনেকে বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেয়ার দাবি করেছেন। অনেকের দাবি ভারত ও বিসিসিআই খেলোয়াড়দের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এর সঙ্গে জড়িত কয়েক শতাধিক ক্রিকেটার ও কোচিং স্টাফ- কর্মকর্তাদের জীবনও। তবে এই ভাইরাস নিয়ে বিশ্বকাপ শঙ্কার কথা উড়িয়ে দিয়েছে বিসিসিআই।

পশ্চিমবঙ্গে সাম্প্রতিক নিপাহ সংক্রমণ নতুন কিছু নয়। এটি অষ্টমবারের মতো নিপাহ শনাক্তের ঘটনা। ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে দুই নারী নার্স নিপাহ ভাইরাসে আক্রান্ত হন। দুজনই বর্তমানে কোয়ারেন্টিনে ও চিকিৎসাধীন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও চিহ্নিত ও পরীক্ষা করা হয়েছে, এবং সবাই নেগেটিভ রিপোর্ট পেয়েছেন।

এদিকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা ইনসাইড স্পোর্টকে বলেছেন, 'খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো স্বাস্থ্যঝুঁকিকে আমরা হালকাভাবে নিই না। বড় কোনো আয়োজনের আগে স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত পরিকল্পনা থাকে। এই মুহূর্তে তেমন কোনো ঝুঁকি আমরা দেখছি না। পরিস্থিতি বদলালে স্থানীয় প্রশাসন ও সরকারের সঙ্গে আলোচনা করব। আপাতত এগুলো নিছক ভয় দেখানো—উদ্বেগের কোনো কারণ নেই।'

কদিন আগেই আইসিসির একটি প্রতিনিধি দল কলকাতার ইডেন গার্ডেন্স পরিদর্শন করেছে। তারা বিশ্বকাপ আয়োজনের জন্য কলকাতাকে সবুজ সঙ্কেতও দিয়েছে। এদিকে বাংলাদেশ নিরাপত্তার কারণে ভারত বিশ্বকাপ থেকে সরে গেলেও যুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। তারা কলকাতার মাটিতে তিনটি গ্রুপ পর্বের ম্যাচ খেলবে।

দলগুলোকে অভয় দিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, 'এ নিয়ে কোনো উদ্বেগ নেই এবং কলকাতা থেকে ম্যাচ সরানোর প্রশ্নই ওঠে না। সবকিছু নিরাপদ। সরকার বা স্থানীয় প্রশাসন ভিন্ন কোনো পরামর্শ দিলে আমরা সে অনুযায়ী পরিকল্পনা করব। এই মুহূর্তে নিপাহ পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা নেই।'

আরো পড়ুন: