নামিবিয়াকে ৬৪ রানে গুঁড়িয়ে বড় জয় পেল বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে টানা দুই ম্যাচে জিতেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল নামিবিয়া। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশের মেয়েরা। জবাবে খেলতে নেমে ৬৪ রানে অল আউট হয়েছে নামিবিয়া। ফলে ৮০ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। এমন জয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে জায়গা করে নিয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা।