সোবহানা-জুয়াইরিয়ার হাফ সেঞ্চুরির পর মারুফার দুর্দান্ত বোলিংয়ে জিতল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব
সোবহানা মোস্তারি (বামে) ও জুয়াইরিয়া ফেরদৌস (ডানে)
সোবহানা মোস্তারি (বামে) ও জুয়াইরিয়া ফেরদৌস (ডানে)
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জুয়াইরিয়া ফেরদৌসের সঙ্গে আক্রমণাত্বক ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করলে সোবহানা মোস্তারিও। তাদের দুজনের জুটির সেঞ্চুরিতে ১৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। সুপার সিক্সের প্রথম ম্যাচ জিততে বাকি কাজটা সেরেছেন মারুফা আক্তার, স্বর্ণা আক্তার এবং রিতু মনি। নাথাকান চানথাম, নান্নাপাট কনচারোয়েনকাই এবং নারুমোল চাইওয়াই চেষ্টা করলেও থাইল্যান্ডকে জেতাতে পারেনি। থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে সুপার সিক্সের প্রথম ম্যাচেই জয় পেল বাংলাদেশের মেয়েরা।

রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় থাইল্যান্ড। মারুফার দুর্দান্ত এক ডেলিভারিতে লেগ বিফোর হয়েছেন সুয়ানান খিয়াতাও। দ্বিতীয় উইকেটে জুটি গড়েন চানথাম ও নান্নাপাট। তারা দুজনে মিলে ৬৭ রান যোগ করেন। ৪১ বলে ৪৬ রানের ইনিংস খেলা চানথামকে ফিরিয়ে জুটি ভাঙেন ফাহিমা খাতুন। ডানহাতি লেগ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বলে কাট করার চেষ্টায় এজ হয়ে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন। একটু পর নান্নাপাটকে ফেরান স্বর্ণা।

২৯ বলে ২৯ রান করে স্বর্ণার হাতে ক্যাচ দেন তিনি। চাইওয়াই একপ্রান্ত আগলে রাখলেও বাকিরা সবাই ছিলেন আসা-যাওয়ার মাঝে। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২৮ বলে ৩০ রান করেছেন অধিনায়ক চাইওয়াই। থাইল্যান্ডকে ১২৬ রানে থামিয়ে ৩৯ রানে জিতে নেয় বাংলাদেশের মেয়েরা। টাইগ্রেসদের হয়ে ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন মারুফা। দুইটি করে উইকেট নিয়েছেন রিতু ও স্বর্ণা। একটি উইকেট পেয়েছেন ফাহিমা।

এর টস হেরে ব্যাটিংয়ে নেমে ফান্নিতা মায়ার ইনিংসের প্রথম বলে ড্রাইভ করতে চেয়েছিলেন দিলারা আক্তার। তবে টপ এজ হওয়ায় কভারে ক্যাচ দিয়ে ফিরতে হয় ছন্দে থাকা ডানহাতি ওপেনারকে। দুর্দান্ত ব্যাটিংয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশকে টানছেন শারমিন আক্তার সুপ্তা। তবে থাইল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি তিনি। থিপাচা পুথাওয়াংয়ের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন ৯ বলে ১১ রান করে।

১২ রানে ২ উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন জুয়াইরিয়া ও সোবহানা। ধাক্কা সামাল দেয়ার পাশাপাশি দ্রুত রানও তুলেছেন তারা দুজন। ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে জাতীয় দলে সুযোগ পেলেও প্রথম চার ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি জুয়াইরিয়া। তবে সুপার সিক্সের প্রথম ম্যাচে ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন ডানহাতি এই ওপেনার। সাবধানী ব্যাটিংয়ে পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিও।

লাওমির বলে ছক্কা মেরে ৪৩ বলে হাফ সেঞ্চুরি করেছেন জুয়াইরিয়া। একটু পর ৩৭ বলে পঞ্চাশ ছুঁয়েছেন সোবহানাও। যদিও হাফ সেঞ্চুরির পর দুজনের কেউই টিকতে পারেননি। অন্নিচা কামচোমফুর বলে ছক্কা মারার চেষ্টায় ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন। চারটি ছক্কা ও তিনটি চারে ৪৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেছেন জুয়াইরিয়া। ডানহাতি ওপেনারের বিদায়ে ভাঙে সোবহানার সঙ্গে ১১০ রানের জুটি। বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টিতে যেকোন উইকেটে চতুর্থ শতরানের জুটি।

জুয়াইরিয়ার মতো পঞ্চাশ ছুঁয়ে ফিরেছেন সোবহানাও। পুথাওয়াংয়ের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়েছেন তিনি। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ছন্দে থাকা সোবহানা ৯ চার ও এক ছক্কায় ১৪০.৪৭ স্ট্রাইক রেটে খেলেছেন ৪২ বলে ৫৯ রানের ইনিংস। শেষের দিকে রিতু ৬ বলে ১৫ রানের ক্যামিও খেলেন। তাদের এমন ব্যাটিংয়েই ১৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। থাইল্যান্ডের মেয়েদের হয়ে পুথাওয়াং তিনটি এবং অন্নিচা দুইটি উইকেট নিয়েছেন।

আরো পড়ুন: