রান তাড়ায় ইনিংসের প্রথম বলেই ফেরেন ডার্সি কার্টার। দ্রুতই ড্রেসিং রুমের পথে হাঁটেন ক্যাথরিন ফ্রেজার, ক্যাথরিন ব্রাইসরা। স্কটল্যান্ডের রান পঞ্চাশ ছোঁয়ার আগে আউট হয়েছেন আইলসা লিস্টার ও সারাহ ব্রাইস। পরবর্তীতে মেগার ম্যাকলের ২০, পিপ্পা স্প্রাউলের ২৭ ও প্রিয়ানাজ চ্যাটার্জির ১৪ রানে একশ ছুঁয়েছে স্কটিশরা। বাংলাদেশের হয়ে মারুফা তিনটি ও স্বর্ণা দুইটি উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দিলারা আক্তার ও জুয়াইরিয়ার ফেরদৌস। ইনিংসের শুরু থেকেই দ্রুত রান তোলার চেষ্টা করেন তারা দুজন। পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৪৭ রান তোলে বাংলাদেশের মেয়েরা। ইনিংসের অষ্টম ওভারে এসে তাদের ৬৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ক্যাথরিন ফ্রেজার। ডানহাতি অফ স্পিনারের ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে বোলারের মাথার উপর দিয়ে খেলার চেষ্টায় ব্রাইসের হাতে ক্যাচ দিয়েছেন দিলারা।
পুরো টুর্নামেন্ট জুড়ে ছন্দে থাকা ডানহাতি ওপেনার স্কটল্যান্ডের বিপক্ষে আউট হয়েছেন ২৮ বলে ৩৯ রান করে। পরের ওভারে আউট হয়েছেন জুয়াইরিয়াও। আগের ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি পাওয়া জুয়াইরিয়া ২২ বলে ২২ রান করেছেন। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি শারমিন আক্তার সুপ্তা। ১০ বলে ১৫ রান করে রান আউটে কাটা করতে পড়তে হয়েছে ছন্দে থাকা এই ব্যাটারকে।
দ্রুতই তিন উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেন জ্যোতি ও সোবহানা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাট হাতে রানের দেখা পাচ্ছিলেন না জ্যোতি। চলতি টুর্নামেন্টের প্রথম ৫ ম্যাচে মাত্র ৪৮ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। তবে স্কটল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠেছে তাঁর ব্যাট। দুর্দান্ত ব্যাটিংয়ে পেয়েছেন হাফ সেঞ্চুরিও। ক্লো অ্যাবেলের বলে লং অনের উপর দিয়ে ছক্কা মেরে ৩৩ বলে পঞ্চাশ ছুঁয়েছেন জ্যোতি।
বাংলাদেশের অধিনায়কের মতো ব্যাট হাতে ঝড় তোলেন সোবহানাও। পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে তাণ্ডব চালানো ডানহাতি ব্যাটার খেলেছেন ২০৪ স্ট্রাইক রেটে ২৩ বলে ৪৭ রানের ইনিংস। দুইটি ছক্কার সঙ্গে সাতটি চারও মেরেছেন সোবহানা। শেষ ওভারে আউট হয়ে ফেরেন
তিনি। তবে ৩৫ বলে ৫৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জ্যোতি। দিলারা ও জুয়াইরিয়ার দারুণ শুরুর পর জ্যোতি ও সোবহানার শেষের ঝড়ে ৫ উইকেটে ১৯১ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ।