নুর-ব্রেভিস-দুবের সৌজন্যে চেন্নাইকে জিতিয়ে মাঠ ছাড়লেন ধোনি
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জিততে শেষ ছয় বলে প্রয়োজন আট রান। শেষ ওভারের প্রথম বলেই আন্দ্রে রাসেলকে ডিপ মিড উইকেটে ছক্কা মারেন ধোনি। পরের বলে রান না নিলেও তৃতীয় বলে এক্সট্রা কাভারে ঠেলে এক রান নেন ধোনি। জিততে তখন দরকার তিন বলে এক রান। স্ট্রাইক পেয়েই মিড অনে চার মেরে দল জেতান তরুণ পেসার আনশুল কামবোজ। ১৮০ রান তাড়া করতে নেমে কলকাতাকে দুই উইকেটে হারায় চেন্নাই সুপার কিংস।