সাম্প্রতিক সময়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন সিয়ার্স। সুপার স্মাশ দিয়ে চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তিনি। মাঠে ফিরেই বল হাতে আলো ছড়িয়েছেন নিউজিল্যান্ডের এই পেসার। ওয়েলিংটনের হয়ে ৯ ম্যাচ খেলে ১৭.৯৩ গড়ে নিয়েছেন ১৫ উইকেট। সিয়ার্সের চেয়ে বেশি উইকেট পেয়েছেন স্কট কুগেলিন।
নর্দার্ন ডিস্ট্রিক্টের হয়ে ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়ে সবার উপরে আছেন। এমন পারফরম্যান্সের পর নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে ট্রাভেলিং রিজার্জ হিসেবে সুযোগ পেয়েছেন সিয়ার্স। আগামী ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। সেই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
২৭ বছর বয়সি ডানহাতি পেসারের প্রশংসা করে নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার বলেন, ‘নিজেকে ফিরে পাওয়ার জন্য বেন কঠোর পরিশ্রম করেছে। তাকে খেলায় ফিরতে এবং পারফর্ম করতে দেখে ভালো লাগছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডেও সুযোগ মিলতে পারে সিয়ার্সের। বিশ্বকাপের সময় পিতৃত্বকালীন ছুটিতে স্বল্প সময়ের জন্য দেশে ফিরতে পারেন পেসার ম্যাট হেনরি ও লকি ফার্গুসন। সেই সময় ট্রাভেলিং রিজার্ভ থেকে মূল দলেও নেয়া হতে পারে তাকে। নিউজিল্যান্ডের হয়ে এখনো পর্যন্ত ২২ টি-টোয়েন্টি খেলে ২৩ উইকেট নিয়েছেন সিয়ার্স।