শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে পবন, বাদ পড়লেন কামিন্দু

শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জাতীয় দলের হয়ে খেলা তিন ওয়ানডেতে সাতে ব্যাটিং করেছিলেন পবন রত্নায়েকে। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে চারে খেলানো হয় তাকে। চারে নেমে ব্যাট হাতে বাজিমাত করেছিলেন পবন। শ্রীলঙ্কাকে জেতাতে না পারলেও ১১৫ বলে ১২১ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। এমন পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি দলেও ফিরেছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে পবনকে।

পাকিস্তানে হওয়া ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন চার ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের নিয়মিত সদস্য হলেও বিশ্বকাপের আগে ইংল্যান্ড সিরিজে সুযোগ মেলেনি কামিন্দু মেন্ডিসের। গত বছর শ্রীলঙ্কার হয়ে ১১ টি-টোয়েন্টি খেললেও একটির বেশি হাফ সেঞ্চুরি করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। যদিও বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে আছেন কামিন্দু।

এ ছাড়া শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে রাখা হয়নি পেসার নুয়ান থুসারা ও লেগ স্পিনার দুশান হেমন্থকে। তবে নিজের জায়গা ধরে রেখেছেনে দুনিথ ওয়ালালাগে। যদিও সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের পর থেকে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেননি তিনি। স্পিন বোলিংয়ে ওয়ালালাগের সঙ্গে আছেন মাহিশ থিকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। দলের প্রয়োজনে স্পিন বোলিং করতে পারেন চারিথ আসালাঙ্কা ও ধনঞ্জয়া ডি সিলভা।

পেস বোলিং বিভাগে আছেন ইশান মালিঙ্গা, প্রমোদ মাদুশান, দুশমন্থ চামিরা ও মাথিশা পাথিরানা। সবশেষ দুই বছর ধরে নিয়মিতই শ্রীলঙ্কার হয়ে টি-টোয়েন্টি খেলছেন মালিঙ্গা। তবে সেপ্টেম্বরে ভালো করতে না পারায় বাদও পড়েছিলেন। লম্বা সময় পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন মাদুশান। শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৩ সালের এপ্রিলে। ফলে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেন তিনি।

ব্যাটিংয়ে পবনের সঙ্গে টি-টোয়েন্টি দলে ফিরেছেন কুশল পেরেরা। বর্তমানে জাতীয় দলের হয়ে একটি ফরম্যাটই খেলছেন বাঁহাতি উইকেটকিপার ব্যাটার। বিশ্বকাপের জন্য এখনো সূচি প্রকাশ করেনি শ্রীলঙ্কা। ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে বিশ্বকাপের। তবে ৩১ জানুয়ারি পর্যন্ত স্কোয়াড পরিবর্তন করার সুযোগ থাকছে।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড— দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, কামিল মিশারা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পবন রত্নায়েকে, দুনিথ ওয়ালালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা, ইশান মালিঙ্গা।

আরো পড়ুন: