ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দল ঘোষণা, নেই জোসেফ

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ওয়েস্ট ইন্ডিজ দল
ওয়েস্ট ইন্ডিজ দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন কুইন্টন স্যাম্পসন। এই স্কোয়াডে পেসার আলজারি জোসেফের জায়গা হয়নি। চোটের কারণে এই বিশ্ব আসরে খেলা হচ্ছে না তার।

বিশ্বকাপের জন্য ঘোষিত দলটিই মঙ্গলবার থেকে পার্লে শুরু হতে যাওয়া সাউথ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সিরিজে অংশ নেবে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা অনেক তারকা ক্রিকেটারই নেই এবার।

নিকোলাস পুরান এবং অ্যান্ড্রে রাসেলসহ কয়েকজন বড়মাপের তারকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবু ওয়েস্ট ইন্ডিজ বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে দলে রেখেছে। এর মধ্যে আছেন জেসন হোল্ডার এবং জনসন চার্লস।

হোল্ডার ইতোমধ্যে ৮৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে, আর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে চার্লসের পঞ্চম বিশ্বকাপ। চার্লস এবং বর্তমান প্রধান কোচ ড্যারেন স্যামি ওয়েস্ট ইন্ডিজকে ২০১৬ সালের বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড-

শাই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেক, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসাইন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুড়াকেশ মটি, রভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, কুইন্টন স্যাম্পসন, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।

আরো পড়ুন: