পাকিস্তানের বিশ্বকাপ খেলা না খেলার সিদ্ধান্ত আগামী সপ্তাহে

টি-টোয়েন্টি বিশ্বকাপ
পিসিবি
পিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের অনমনীয় অবস্থান এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তে বাংলাদেশকে টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর পাকিস্তান কড়া প্রতিক্রিয়া দেখাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমনকি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারে তারা।

এবার জানা গেছে টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দল অংশ নিলেও ভারতের বিপক্ষে তারা ম্যাচ নাও খেলতে পারে। এর বাইরে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান সরকারের আলোচনা করেছে। ক্রিকফ্রেঞ্জিকে পাকিস্তান প্রতিনিধি জানান দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির প্রায় দেড় ঘন্টা আলোচনা হয়েছে।

বৈঠকে তাকে আইসিসি–সংক্রান্ত সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, সব ধরনের বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে। বিশ্বকাপ ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা পরবর্তী সোমবারের মধ্যে নেওয়া হবে। ওই বৈঠকে বিশ্বকাপে অংশগ্রহণের পাশাপাশি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার বিকল্পটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

সভা শেষে পিসিবি চেয়ারম্যান নাকভি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, 'প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে তাকে আইসিসি–সংক্রান্ত বিষয়টি বিস্তারিতভাবে অবহিত করা হয়। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন—সব বিকল্প খোলা রেখে বিষয়টির সমাধানে এগোতে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা পরবর্তী সোমবার নেয়া হবে—এমনটাই বৈঠকে সম্মত হয়েছে।'

এদিকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করেছেন রবিবার এবং টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পিসিবির অবস্থান তাদের কাছে তুলে ধরেছেন। খেলোয়াড়রা পিসিবি চেয়ারম্যানের নীতিগত অবস্থানের প্রশংসা করেন এবং পূর্ণ সমর্থন জানান। এই বৈঠকেই মহসিন নাকভি আসন্ন পাকিস্তান–অস্ট্রেলিয়া টি–টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দলকে শুভকামনা জানান। সেখানে তিনি জানিয়েছেন বিশ্বকাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার।

এদিকে পাকিস্তানের সামা টিভির সাংবাদিক কাদির খাওয়াজা জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে সম্ভাব্য তিনটির যেকোন একটি সিদ্ধান্ত নিতে পারে পিসিবি। প্রথমটা হচ্ছে বিশ্বকাপ বয়কট। আরেকটি হচ্ছে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট। পাশাপাশি বিশ্বকাপে জয় পাওয়া ম্যাচগুলো বাংলাদেশকে উৎসর্গ করার পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। তারা বিশ্বকাপে কালো আর্মব্যান্ড পড়েও মাঠে নামতে পারে। এর বাইরে পুরো বিশ্বকাপ বয়কটের চিন্তা তাদের মাথায় আছেই।

আরো পড়ুন: