আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ায় নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করে বাংলাদেশ। কয়েকবার চিঠি দেয়ার পর দুই দফায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠকও করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও তাদের অনুরোধ মেনে নেয়নি আইসিসি। বরং বাংলাদেশকে তাদের অবস্থান পুনর্বিবেচনার পরামর্শ দেয়া হয়।
নিরাপত্তা ঝুঁকি থাকায় নিজেদের অবস্থান থেকে একটুও সরেনি বাংলাদেশ। পরবর্তীতে বোর্ড সভা ডেকে ভোটের ব্যবস্থা করে আইসিসি। সেখানে শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দেয়। বাকিগুলো দেশই আমিনুল ইসলাম বুলবুলের দাবির সঙ্গে একমত পোষণ করেনি। এমন অবস্থায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশের সমালোচনা করেছেন মদন লাল, আকাশ চোপড়া। তাদের সঙ্গে যোগ দিলেন রায়নাও। ভারতের সাবেক ক্রিকেটার জানান, ভারতে বিশ্বকাপ খেলতে না গিয়ে ভুল করেছে বাংলাদেশ। এসবের জন্য অনেক কিছু হারাবেও বলে মনে করেন। যদিও বাংলাদেশ দল ও স্পিনারদের প্রশংসা করেছেন তিনি।
এনডিটিভির সঙ্গে আলাপকালে রায়না বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের সাথে কিছু ঘটেছে— আমরা নিরাপত্তা দিয়েছিলাম, সবকিছুই ঠিকঠাক ছিল। আমার মনে হয় এটা তাদের (বাংলাদেশ) ভুল। তারা যদি ভারতে আসতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতো। কারণ বাংলাদেশ খুবই শক্তিশালী দল। কন্ডিশন সম্পর্কে তাদের স্পিনাররা খুব ভালো জানে। আমার মনে তারা অনেক কিছু হারাবে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে পুরোটা সময়ই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। গুঞ্জন আছে পুরো বিশ্বকাপ বয়কট না করলেও ভারতের বিপক্ষে ম্যাচ নাও খেলতে পারে তারা। এমন সিদ্ধান্ত নিলে জরিমানার মুখে পড়তে হতে পারে তাদের। বাংলাদেশকে জরিমানা করা হবে কিনা তা এখনো নিশ্চিত না। রায়না বলেন, ‘আইসিসির চেয়ারম্যান যেমনটা বলেছেন যারা ভারতে আসছে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’