মঈনে মুগ্ধ ইমরুল, ওকস দেখিয়েছেন ছক্কার ভিডিও

বিপিএল
সিলেটের অনুশীলনে ইমরুল কায়েস
সিলেটের অনুশীলনে ইমরুল কায়েস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথমবারের মতো বিপিএলে কোচিং করিয়েছেন ইমরুল কায়েস। বাঁহাতি এই সাবেক ওপেনার এবার সিলেট টাইন্সের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। প্রথমবার দায়িত্ব নিয়েই দলকে প্লে অফে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন ইমরুল। বিপিএল শেষে আবারও নিজের ব্যাটের ব্যবসায় মনোযোগ দিয়েছেন তিনি।

তার নিজের প্রতিষ্ঠান এমকেএসের নতুন ব্যাট উন্মোচন করেছেন বুধবার। এদিন ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপে বিপিএলের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। এবারের বিপিএলে এমন অনেক ক্রিকেটার ছিলেন তার অধীনে যাদের সঙ্গে এক সময় খেলেছেন ইমরুল।

দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ-নাসুম আহমেদরা এক সময় ইমরুলের সঙ্গে খেলেছেন। এবার সিলেটের হয়ে খেলা দুই ইংলিশ ক্রিকেটার মঈন আলী ও ক্রিস ওকসও খেলেছেন ইমরুলের সঙ্গে। এর মধ্যে মঈন আলী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন ইমরুলের অধীনে।

এবার দেখা হওয়ার পর সেসব নিয়েই স্মৃতিচারণ করেছেন মঈন। এ প্রসঙ্গে ইমরুল বলেন, 'মঈন ভাইয়ের সাথে আমি নিজেও খেলেছি। ও আমার অধীনে খেলেছিল কুমিল্লাতে। সে একজন চমৎকার মানুষ এবং সে আমার এই কাজে প্রশংসা করেছে এবং আমার অস্ট্রেলিয়ার একাডেমির জন্য সে আমার প্রশংসা করেছে। এ পর্যন্ত আমি বলব যে ভালো একটা অভিজ্ঞতা হয়েছে আমার জন্য এবং ভালো সময় কাটিয়েছি।'

এদিকে ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসেছিল ইংল্যান্ড। সেই সফরের দলে ছিলেন ক্রিস ওকস। প্রথম ওয়ানডেতে ইমরুলে খেলেছিলেন ১১২ রানের ইনিংস। ইনিংসের তৃতীয় বলে ক্রিস ওকসকে ফ্লিক করে ছক্কা মেরেছিলেন ইমরুল। ওকসের সঙ্গে আলোচনাতে উঠে এসেছে সেই ছক্কার কথাও।

ইমরুল বলেন, 'ক্রিস ওকস আমাকে দেখেই বুঝছে যে ওরে আমি একটা ফ্লিক করে সিক্স মেরছিলাম ২০১৬ তে। ওটাই আমাকে ভিডিও দেখাচ্ছিল যে ‘দেখো তুমি আমার এই থার্ড বলে মেরেছিলে’। এরপর বলছে তুমি কেন খেলছো না? ওকে আমি বললাম যে দেখো সম্প্রতি অস্ট্রেলিয়াতে মুভ করেছি, আমি আসলে আমার ফিটনেস নিয়ে যথেষ্ঠ কাজ করতে পারিনি। এজন্য আমি খেলতে পারলাম না।'

আরো পড়ুন: