‘বাংলাদেশের দর্শকসংখ্যা ১০ দেশের সমান’, আইসিসির সমালোচনায় ইউসুফ

টি-টোয়েন্টি বিশ্বকাপ
মোহাম্মদ ইউসুফ ও বাংলাদেশ দল
মোহাম্মদ ইউসুফ ও বাংলাদেশ দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছিল বাংলাদেশ। তবে ভেন্যু পরিবর্তনের সেই অনুরোধে সাড়া দেয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে তারা।

এই সিদ্ধান্ত ঘিরে আইসিসির ভূমিকার কঠোর সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। গতকাল রাতে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে দেয়া এক পোস্টে ইউসুফ আইসিসির প্রশাসনিক সিদ্ধান্ত ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মনে করেন আইসিসির বাকি দশ দেশের দর্শকসংখ্যা বাংলাদেশের সমান হবে না।

তিনি লেখেন, 'নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, নামিবিয়া, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মিলিত ক্রিকেট দর্শকসংখ্যার প্রায় সমান দর্শক রয়েছে বাংলাদেশের একারই। ১০টি দেশ মিলে: ১৭ কোটি ৮০ লাখ (দর্শক)। বাংলাদেশ: ১৭ কোটি ৬০ লাখ (দর্শক)।'

ইউসুফ একই পোস্টে আরও লিখেছেন, ‘যে খেলাটি বৈশ্বিক দর্শকের ওপর এতটা নির্ভরশীল, সেখানে বাংলাদেশের নিরাপত্তাজনিত ন্যায্য উদ্বেগ উপেক্ষা করা আইসিসির ধারাবাহিকতা ও শাসনব্যবস্থা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যখন বেছে বেছে সুবিধা দেওয়া হয়, তখন ন্যায়পরায়ণতা নষ্ট হয়। ক্রিকেট পরিচালিত হওয়া উচিত নীতির ভিত্তিতে, প্রভাবের ভিত্তিতে নয়।’

ভারতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে গত ৪ জানুয়ারি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক অনুরোধ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ২১ জানুয়ারি বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দেয়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশকে ভারতেই খেলতে হবে।

এরপর গত শনিবার বিসিবিকে জানানো হয়, বাংলাদেশের জায়গায় টি–টোয়েন্টি বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে স্কটল্যান্ডকে। এই ইস্যুতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিও কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। পাকিস্তান এই ইস্যুতে বিশ্বকাপ বয়কটের মতো সিদ্ধান্ত নিতে পারে। আগামী সপ্তাহে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান।

আরো পড়ুন: