দেশ ছাড়ার গুঞ্জন উড়িয়ে মিরপুরে হাজির বুলবুল

বাংলাদেশ ক্রিকেট
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রিটার্ন টিকিট ছাড়াই রবিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এমন প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশের ইংরেজি দৈনিক ডেইলি সান। তবে সেই গুঞ্জন উড়িয়ে সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিরপুরে আম্পায়ারদের প্রোগ্রামে অংশ নিতে মিরপুরে হাজির হয়েছেন বিসিবি সভাপতি।

নিরাপত্তা ঝুঁকি থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। আইসিসির সঙ্গে চিঠি চালাচালির পাশাপাশি কয়েক দফা বৈঠক হলেও নিজেদের অবস্থান থেকে একটুও সরেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমন অবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দিয়েছে আইসিসি। লিটন দাস-মুস্তাফিজুর রহমানদের জায়গায় বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।

বিশ্বকাপ নিয়ে আলোচনার মাঝেই বিসিবি পরিচালক মোখলেসুর রহমান খানের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, এমন অভিযোগ ‍উঠায় অডিট কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। পাশাপাশি ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক।

বাংলাদেশের ক্রিকেটের এমন অস্থির পরিস্থিতিতে গুঞ্জন উঠে রিটার্ন টিকিট ছাড়াই বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়াতে গেছেন বুলবুল। যদিও স্টার প্লের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি নিশ্চিত করেন, তিনি দেশ ছাড়েননি। পাশাপাশি এও জানান, রবিবার সারাদিন তিনি বিসিবিতে অফিস করেছেন। যদিও রাতে ডেইলি সান প্রতিবেদন প্রকাশ করে পারিবারিক কারণে হুট করেই মধ্য রাতে দেশ ছেড়েছেন বুলবুল।

সোমবার সকালে অবশ্য দেখা গেছে একেবারে ভিন্ন চিত্র। সকাল ১১ টার পর হুট করেই বিসিবিতে আসেন বুলবুল। মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখার পাশাপাশি আম্পায়ারদের কর্মশালায় অংশ নেন তিনি। হেঁটে পথে সাংবাদিকরা দেশ ছাড়া নিয়ে জানতে চাইলে বুলবুল বলেন, ‘আমি কি বলবো, আপনারা দেখছেন না আমি কোথায় আছি।’

আরো পড়ুন: