ভিসা জটিলতায় পড়তে পারেন স্কটল্যান্ডের বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটার
বাংলাদেশের পরিবর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পেলেও এখনো ভিসা হয়নি স্কটল্যান্ডের ক্রিকেটার। তবে রিচি বেরিংটন, জর্জ মানজি, টম ব্রুসদের ভিসা পাওয়ার ক্ষেত্রে কাজ করছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে এমন আশ্বাস পেয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। তবে পাকিস্তানি বংশোদ্ভুত সাফিয়ান শরীফ নির্ধারিত সময়ের মধ্যে ভিসা পাবেন কিনা সেটা নিয়ে খানিকটা সংশয় আছে। যদিও বিকল্প ভাবনা ভেবে রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড।