আয়ারল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার সিক্সে বাংলাদেশ
ম্যাচ জিততে শেষ ওভারে ২০ রান প্রয়োজন ছিল আয়ারল্যান্ড নারী দলের। বোলিংয়ে এসে প্রথম তিন বলে মাত্র দুই রান দেন মারুফা আক্তার। ডানহাতি পেসারের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুইটি চার মারেন অ্যামি হান্টার। শেষ বলে ১০ রান প্রয়োজনে হলে স্বাভাবিকভাবেই সমীকরণ মেলাতে পারেননি তিনি। ২৫ বলে ৩৫ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি হান্টার। বৃথা গেছে গ্যাবি লুইসের ১০ চার ও এক ছক্কায় ৫৮ বলে খেলা ৭৩ রানের ইনিংসও। আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়ে টানা চার ম্যাচে জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সুপার সিক্সে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাকি দুই প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। লড়াইয়ে আছে স্কটল্যান্ড, থাইল্যান্ড ও নেপাল।