সুপ্তা-সোবহানা-দিলারার উন্নতি, আবারও পেছালেন জ্যোতি

আইসিসি র‍্যাঙ্কিং
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩৯ বলে ৬৩ রানের ইনিংস খেলে আইসিসির টি-টোয়েন্টি নারী ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়েছিলেন শারমিন আক্তার সুপ্তা। আয়ারল্যান্ডের বিপক্ষে পাওয়া হাফ সেঞ্চুরিতে আবারও এগোলেন ডানহাতি এই ব্যাটার। সুপ্তার মতো আইসিসির র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দিলারা আক্তার, সোবহানা মোস্তারি ও স্বর্ণা আক্তারের। তবে আবারও পিছিয়ে গেছেন নিগার সুলতানা জ্যোতি।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ব্যাটে দারুণ ছন্দে আছেন সুপ্তা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই ম্যাচে আগে ব্যাটিং করে বাংলাদেশকে দেড়শ ছাড়ানো পুঁজি এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন সুপ্তা। ৫ চার ও এক ছক্কায় ৪৫ বলে খেলেছিলেন ৫২ রানের ইনিংস। এমন পারফরম্যান্সে লম্বা লাফ দিয়েছেন ডানহাতি এই ব্যাটার।

২২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫ নম্বরে আছেন সুপ্তা। র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দিলারারও। পুরো টুর্নামেন্ট জুড়েই ব্যাট হাতে রানের দেখা পেয়েছেন। নামিবিয়ার বিপক্ষে ২৫ ও আয়ারল্যান্ডের সঙ্গে ৩৫ রান করেছেন ডানহাতি এই ওপেনার। এমন পারফরম্যান্সে ৩৩ ধাপ এগিয়েছেন তিনি। ৩৭৬ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৭০ নম্বরে আছেন দিলারা। আইরিশদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মোস্তারি।

তিন ছক্কা ও এক চারে ১৬ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। ১১ ধাপ এগিয়েছেন তিনি। ৪৪৪ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ৫২ নম্বরে আছেন মোস্তারি। ছন্দে থাকা স্বর্ণা আক্তার ১৭ ধাপ এগিয়ে ৮৩ নম্বরে উঠে এসেছেন। তাদের উন্নতি হলেও আবারও পিছিয়ে গেছেন জ্যোতি। চলতি টুর্নামেন্টে ব্যাট হাতে একেবারেই ছন্দে নেই বাংলাদেশের অধিনায়ক।

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে ১৩ বলে ১৩ রান করেছেন জ্যোতি। চার ধাপ পিছিয়ে ২২ নম্বরে নেমে গেছেন তিনি। যদিও বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তিনিই সবার উপরে। বোলারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন রাবেয়া খান। বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে থাকা রাবেয়া ১৪ নম্বরে জায়গা করে নিয়েছেন। ৬ ধাপ এগিয়েছেন ফাহিমা খাতুন। তবে ৬ ধাপ পিছিয়ে গেছেন নাহিদা আক্তার। ৬ ধাপ এগিয়ে সানজিদা আক্তার মেঘলা ৫৪ নম্বরে উঠে এসেছেন।

আরো পড়ুন: