ঢাকাকে নিয়ে ‘হাইপে’র সঙ্গে দলীয় পারফরম্যান্সের মিল চান মিঠুন
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রতি বছরই ঢাকা ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে বাড়তি উম্মাদনা থাকে দর্শকদের। এবারের বিপিএলেও সেটির কোনো কমতি নেই। তবে উন্মাদনার মতো পারফরম্যান্স গত কয়েক আসরে করতে পারেনি ঢাকা।