হেডকে থামাতে কোথায় ভুল করেছে ইংল্যান্ড, ধরিয়ে দিলেন ব্রড
অ্যাশেজের প্রথম টেস্ট ছিল বোলারদেরই। বিশেষ করে পেসাররাই ছড়ি ঘুরিয়েছেন শুরু থেকে। তাদের তাণ্ডবেই দুইদিনে শেষ হয়ে গেছে পার্থ টেস্ট। তবে ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড মনে করেন প্রথম টেস্টে পার্থক্য গড়ে দিয়েছেন ট্রাভিস হেডই। দুইদিনে শেষ হওয়া টেস্টে দ্বিতীয় ইনিংসে নেমে ঝড়ো এক সেঞ্চুরি করে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন তিনি।