রশিদের ৭ উইকেটে আফগানদের সিরিজ জয়
আফগানিস্তানের জয়ের মঞ্চটা তৈরি ছিল আগের দিন বিকেল থেকেই। ম্যাচ জিততে হলে শেষ দিনে জিম্বাবুয়েকে করতে হতো ৭৩ রান। সেই তুলনায় সফরকারী আফগানিস্তানের কাজটা ছিল একেবারেই সহজ। স্বাগতিকদের দুই ব্যাটারকে ফেরাতে পারলেই ম্যাচ ও জয় সিরিজ জিতে নিতো হাশমতউল্লা শহীদিরা। সেটা করতে তারা সময় নিলেন মাত্র ১৫ বল। জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে ম্যাচ ও টেস্ট সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান।