‘ধোনি সবার আগে অনুশীলনে যায়, একদম শেষে মাঠ ছাড়ে’
আন্তর্জাতিক ক্রিকেটকে মহেন্দ্র সিং ধোনি বিদায় বলেছেন সেই ২০১৯ সালেই। এরপর আইপিএল ব্যতিত খেলেননি অন্য কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে। সারাবছর ক্রিকেটে না থেকেও ৪৩ বছর বয়সে দারুণ ফিট তিনি। এই বয়সে তার এমন ফিটনেসের প্রশংসা করেছেন হরভজন সিং।