রাজশাহী স্বয়ংসম্পূর্ণ দল, শিরোপার জন্য সবাই সেরাটা দিতে প্রস্তুত: লামিচানে
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠ মাতাবেন সন্দীপ লামিচানে। গতকালই বাংলাদেশে এসেছেন নেপালের এই স্পিনার। রাজশাহীর হয়ে বিপিএলে শিরোপা জেতার লক্ষ্য তার।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে মাঠ মাতাবেন সন্দীপ লামিচানে। গতকালই বাংলাদেশে এসেছেন নেপালের এই স্পিনার। রাজশাহীর হয়ে বিপিএলে শিরোপা জেতার লক্ষ্য তার।
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএলের এবারের আসরে খেলার কথা ছিল কুশল মেন্ডিসের। তবে শারীরিক অসুস্থতার কারণে তার বিপিএলে খেলা হচ্ছে না। ক্রিকফ্রেঞ্জিকে বিশ্বস্ত একটি সূত্র এই বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। দলটি নিলামের পর একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে। কদিন আগেই তারা আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দলে নিয়েছে। এবার জানা গেছে বাবার দল নোয়াখালীর হয়েই বিপিএলে খেলবেন নবির ছেলে হাসান ইসাখীল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের নিলামের আগেই শেখ মেহেদী, তানভির ইসলাম ও আবরার আহমেদকে দলে ভিড়িয়েছিল চট্টগ্রাম রয়্যালস। নিলামের পর আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও নিরোশান ডিকওয়েলার সঙ্গে চুক্তি করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে স্টার্লিং ও ডিকওয়েলা বিপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের হয়ে মাঠ মাতাবেন মোহাম্মদ আমির। পাকিস্তানের এই পেসারকে দলে পেয়ে উচ্ছ্বসিত ইবাদত হোসেন। দলে আমির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই বিশ্বাস তার।
এবারের বিপিএলকে সামনে রেখে শক্তিশালী দল গড়েছে নোয়াখালী এক্সপ্রেস। নিলামে নাটকীয়ভাবে টানা দুই ডাকে জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে নিয়েছে দলটি। দেশি ক্রিকেটারদের মধ্যে দলটিতে আছেন সৌম্য সরকার ও হাসান মাহমুদের মতো তারকা।
২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন এই লিগকে ঘিরে ইতোমধ্যেই বাংলাদেশে আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। ইতোমধ্যেই বেশ কজন আন্তর্জাতিক ক্রিকেটার বাংলাদেশে পা রেখেছেন।
প্রথম দুই ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। তৃতীয় ওভারে দিয়েছিলেন ৮ রান। প্রথম তিন ওভারে ভালো বোলিং করলেও শেষটা ভালো করতে পারেননি তিনি। কোটার শেষ ওভারে ৪ ছক্কায় হজম করেছেন ২৫ রান। সব মিলিয়ে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভারে ৪১ রান খরচা করে ২ উইকেট নিয়েছেন তাসকিন।
ভারতীয় অলরাউন্ডার কৃষ্ণাপ্পা গৌতম সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ৩৭ বছর বয়সী গৌতম প্রায় ১৪ বছরের দীর্ঘ ঘরোয়া ক্যারিয়ারের ইতি টানলেন।
চোটে পড়ায় আইপিএলের সবশেষ আসরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলতে পারেননি মহসিন খান। বাঁহাতি পেসারের মতো চোটে ভুগছেন আভেষ খানও। ভারতের ডানহাতি পেসার মাঠের বাইরে আছেন গত আসর শেষ হওয়ার পর থেকেই। আইপিএলের আগামী মৌসুমেও লক্ষ্ণৌর হয়ে খেলবেন তারা দুজন। তবে এখনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি তারা। নিজেদের স্বার্থে মহসিন ও আভেষের পুনর্বাসনের দায়িত্ব নিচ্ছে লক্ষ্ণৌ।
রংপুর রাইডার্সের হয়ে আবারও কোচিং করাতে এসেছেন মিকি আর্থার। গত বিপিএলে তার অধীনে প্লে অফে খেলেছিল রংপুর। টানা ৮ ম্যাচে অপরাজিত থাকার পর এলিমিনেটরে খুলনা টাইগার্সের সাথে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবার আর সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তি চান না তিনি।
ইফতিখার হোসেন ইফতির হাফ সেঞ্চুরিতে ভালো শুরু পেলেও রংপুর রাইডার্সের লাগাম টেনে ধরেন আব্দুল গাফফার সাকলাইন ও রিপন মণ্ডল। সহজ লক্ষ্য তাড়ায় তানজিদ হাসান তামিম ও জিসান আলমের ব্যাটে ভালো শুরু পায় রাজশাহী ওয়ারিয়র্স। দ্রুত কয়েকটি উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত ও আকবর আলীর ব্যাটে ৫ উইকেটের জয় পেয়েছেন হান্নান সরকারের শিষ্যরা। রংপুরকে হারিয়ে বিপিএলের প্রস্তুতিটা ভালোভাবেই সারল রাজশাহী।