রিশাদের ৩ উইকেট, হোবার্টের স্বস্তির জয়
এবারের বিগ ব্যাশে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে হোবার্ট হারিকেন্স। তারা পার্থ স্কোর্চার্সকে ৪ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। আগে ব্যাট করে হোবার্টকে ১৫১ রানের লক্ষ্য ছুড়ে দেয় পার্থ। জবাবে খেলতে নেমে ৩ বল হাতে রেখেই জয় তুলে নিয়ে মাঠ ছাড়ে পার্থ।