রাজশাহীর সহকারী কোচের দায়িত্বে ইফতিখার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অল্প কয়েকদিন বাকি রয়েছে শুধু। এর মধ্যেই দলগুলো নিজেদের শেষ মুহূর্তের মতো গুছিয়ে নিচ্ছে। একের পর এক চমক দিয়েই যাচ্ছে বিপিএলের এবারের আসরের নবাগত দল দুর্বার রাজশাহী।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অল্প কয়েকদিন বাকি রয়েছে শুধু। এর মধ্যেই দলগুলো নিজেদের শেষ মুহূর্তের মতো গুছিয়ে নিচ্ছে। একের পর এক চমক দিয়েই যাচ্ছে বিপিএলের এবারের আসরের নবাগত দল দুর্বার রাজশাহী।
কদিন আগেই রংপুর বিভাগের অধিনায়ক হিসেবে এনসিএল টি-টোয়েন্টির শিরোপা জিতেছেন আকবর আলী। অধিনায়কত্বের সঙ্গে ব্যাট হাতেও দলের পারফরম্যান্সে বড় ভূমিকা রেখেছেন তিনি। ৯ ম্যাচে ২০৮ রান এসেছিল তার ব্যাট থেকে। তাও আবার ৩৪.৬৭ গড় ও ১৪৯.৬৪ স্ট্রাইক রেটে।
কোলপাক চুক্তিতে ইংল্যান্ডকে নিজেদের বাড়ি-ঘর বানিয়ে ফেলেছিলেন সাউথ আফ্রিকার ক্রিকেটাররা। এমন চুক্তিতে ইংলিশ কাউন্টিতে ‘নন বিদেশি’ হিসেবে খেলার সুযোগ পেতেন তাঁরা। তবে কয়েক বছর আগে কোলপাক চুক্তির নিয়ম বাতিল করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এমন নিয়ম না থাকলেও ইংলিশ কাউন্টিতে বিদেশি ক্রিকেটারদের খেলার সুযোগ বন্ধ হয়ে যায়নি একেবারে।
চারিদিকে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দামামা। দলগুলো ব্যস্ত শেষ মুহুর্তের প্রস্তুতিতে। শুক্রবার থেকে রাজধানীর পুবেরগাঁওয়ে নিজেদের প্রস্তুতি শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এরই মধ্যে আসতে শুরু করেছেন দলটির বিদেশি ক্রিকেটাররা।
জানুয়ারিতে শুরুতে পর্দা উঠতে যাওয়া ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলবেন মোহাম্মদ গাজানফার। আইএলটি-টোয়েন্টিতে খেলতে নামার আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আসার কথা ছিল তরুণ এই স্পিনারের।
পেশাদার ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ ডিপিএলের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কাজ করেছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের হয়েও কোচিং করার অভিজ্ঞতা আছে তাঁর। যদিও একেবারে অল্প সময়ের জন্য বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন সুজন। ২০১৮ সালে তামিম ইকবাল-লিটন দাসদের ভারপ্রাপ্ত প্রধান কোচ ছিলেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন নাহিদ রানা। আর চিটাগং কিংসের প্রধান কোচ হিসেবে কাজ করছেন শন টেইট। তাদেরকে দুজনের একসঙ্গে কাজ করার সুযোগ নেই বললেই চলে। বরং মাঠের ক্রিকেটে একজন আরেকজনের প্রতিপক্ষ। তবে ক্রিকেটার হিসেবে তাদের পরিচয়টা একই। পেসার হিসেবে একজন সাবেক আরেকজন গতির ঝড় তুলে নতুন আগমনের বার্তা দেয়ার অপেক্ষায়।
সর্বশেষ ভারত সিরিজের পর থেকেই বাংলাদেশের জার্সিতে খেলা হয়নি সাকিব আল হাসানের। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় বলার কথা ছিল এই অলরাউন্ডারের। তীব্র আন্দোলনের মধ্যে সেটাও সম্ভব হয়নি।
আর কদিন পরই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠের লড়াই। শেষ মুহূর্তে দল গুছিয়ে নেয়ার কাজ করছে দলগুলো। সেই ধারাবাহিকতায় এবার আজিজুল হাকিম তামিমকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।
আইপিএলকে ঘিরে ক্রিকেটার থেকে সমর্থক উন্মাদনার কমতি থাকে না কারও মাঝেই। মাঠের ক্রিকেটে দুনিয়ার সেরা ফ্র্যাঞ্চােইজি লিগ বলা হয়ে থাকে আইপিএলকে। তবে ক্রিকেটের বাইরেও নানা আয়োজনে সবকিছুকে ছাপিয়ে যায় তারা। আইপিএল কমিটির পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিরা নিজেদের কার্যক্রমে সবাইকে চমকে দিয়েছেন ক্রমশই। সমর্থকদের সঙ্গে ক্রিকেটারদের আলাপ করিয়ে দেয়া, নিজস্ব সঞ্চালক, পডকাস্টসহ নানারকম আয়োজন করে থাকেন ফ্র্যাঞ্চাইজিরা।
ক্যান্ডি বোল্টসের বিপক্ষে ৮ বলে অপরাজিত ২০ রানের ইনিংসে লঙ্কা টি-টেন সুপার লিগের শুরুটা করেছিলেন সাকিব আল হাসান। হাম্বানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে ম্যাচটি কোন বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হওয়ায় ব্যাটিং করার সুযোগ ছিল না বাংলাদেশের তারকা অলরাউন্ডারের। নুয়ারা এলিয়া কিংসের বিপক্ষে ব্যাটিংয়ে নামলেও সুবিধা করতে পারেননি।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সাধারণত মাঠে গড়ায় বছরের শুরুর দিকে জানুয়ারি-ফেব্রুয়ারিতে। তবে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় পিএসএলের আগামী মৌসুম হবে এপ্রিল-মে মাসে। একই সময়ে মাঠে গড়ায় আইপিএলে। ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের নিলাম হয়ে গেলেও পিএসএলের আসছে মৌসুমের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১১ জানুয়ারি।