১২ বছর ধরে বিপিএল খেলছি, নেতৃত্ব চাপ নয়: আরিফুল
সুদীর্ঘ ১১ বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে যাচ্ছেন আরিফুল হক। এবারই প্রথমবার নেতৃত্ব পেয়েছেন কোনো দলের। সিলেট স্ট্রাইকার্স দলের সবার সাহায্য পেলে চলতি আসরে ফাইনাল খেলতে চান আরিফুল।
সুদীর্ঘ ১১ বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে যাচ্ছেন আরিফুল হক। এবারই প্রথমবার নেতৃত্ব পেয়েছেন কোনো দলের। সিলেট স্ট্রাইকার্স দলের সবার সাহায্য পেলে চলতি আসরে ফাইনাল খেলতে চান আরিফুল।
নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, কাইল মেয়ার্স, মুশফিকুর রহিমরা ফিরলেন উইকেটে থিতু হওয়ার আগেই। তাওহীদ হৃদয় খানিকটা চেষ্টা করলেও তাকে ইনিংস বড় করতে দেননি হাসান মুরাদ। ১৯৮ রান তাড়া করতে নেমে ৬১ রানে ৫ উইকেটে হারানো ফরচুন বরিশাল তখন হারের সমীকরণই মেলানোর কথা। তবে এমন অবস্থায় থেকেও জয়ের দেখা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শাহীন শাহ আফ্রিদি ও মাহমুদউল্লাহ রিয়াদ মিলে প্রতিরোধ গড়ে বরিশালকে খানিকটা টেনে তুললেন।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই আসরেই প্লে'অফে খেলা হয়েছে রংপুর রাইডার্সের। তবে এই দুইবারের একবারও শিরোপা জেতা হয়নি নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন এই দলটির। এবার প্লে অফ পেরিয়ে ফাইনাল খেলার ইচ্ছা প্রকাশ করেছেন সোহান।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল ফরচুন বরিশাল। জাতীয় দলের বেশীরভাগ ক্রিকেটারদের পাশাপাশি অসাধারণ কয়েকজন বিদেশি ক্রিকেটারকেও দলে টেনেছে বরিশাল। আর এই বরিশালকে হারিয়েই বিপিএলের শিরোপা জিততে চান মেহেদী হাসান মিরাজ।
আজ দুপুর থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। আকাশচুম্বী প্রত্যাশা নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট শুরুর আগের দিনেই দর্শকরা পড়েন বিড়ম্বনায়। সেটিও ম্যাচের টিকিট নিয়ে। আগে থেকে না জানানোয়, বেশ ভোগান্তিতে পরতে হয় সাধারণ দর্শকদের। কিন্তু এবার সেই বিড়ম্বনা কাটাতে আগে থেকেই ঘোষণা দিয়ে দেয়া হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন পরিবর্তিত হচ্ছে ম্যাচের সময়।
২০১২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। অজিদের সেই দলের অধিনায়ক ছিলেন উইল বসিস্তো। আগে ব্যাট করে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। সৌম্য সরকার খেলেছিলেন ৭১ রানের ইনিংস।
৩০ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে। উদ্বোধনী দিনেই মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। ম্যাচের একদিন আগে জেসন রয়কে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
২৪ ঘণ্টারও কম সময় পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তামিম ইকবাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বরাবরই টপ অর্ডারে ব্যাটিং করেছেন আফিফ হোসেন। খুলনা টাইগার্সের হয়ে এবারও শীর্ষ চারের মধ্যে যেকোনো পজিশনে নামতে চান এই ব্যাটার। বিপিএলে আরও ভালো খেলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগেও ডাক পেতে চান আফিফ।
বিপিএল শুরুর একদিন আগে টিকেটের মূল্য প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুই হাজার টাকায় মাঠে বসে দেখা যাবে খেলা। রবিবার এক বিবৃতি দিয়ে টিকেটের মূল্য প্রকাশ করেছে বিসিবি।
নব্বইয়ের দশকে পাকিস্তানের মিডল অর্ডারের অন্যতম ভরসা ছিলেন ইজাজ আহমেদ। তার ব্যাটিংয়ে নান্দনিকতা না থাকলেও কার্যকরী ব্যাটিংয়ের কারণে পাকিস্তান দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন তিনি। পাকিস্তান দলের হয়ে ৬০টি টেস্ট ও ২৫০টি ওয়ানডে খেলেছিলেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ কয়েকটি আসরের প্রায় নিয়মিতই খেলেছেন থিসারা পেরেরা। এবার অভিজ্ঞ এই অলরাউন্ডারের কাঁধেই নেতৃত্ব তুলে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। অধিনায়ক হিসেবে আলোচনায় ছিলেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।