১০০ কিংবা ১৫০ টেস্ট পর্যন্ত এমন ধারাবাহিকতা চান শান্ত
৩৮ টেস্টের ক্যারিয়ারে ১৩বার পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন নাজমুল হোসেন শান্ত। যেখানে পাঁচ হাফ সেঞ্চুরির বিপরীতে করেছেন ৮টি সেঞ্চুরি। পঞ্চাশ ছোঁয়া ইনিংসকে সেঞ্চুরিতে রূপান্তর করার রেকর্ডে বাংলাদেশে সবার উপর আছেন শান্ত। সিলেট টেস্টে সেঞ্চুরি পাওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। সাংবাদিকের প্রশংসার প্রতিউত্তরে শান্ত বললেন, ‘এত ভালো কথা শোনার অভ্যাস নেই।’ সেই সঙ্গে এও মনে করিয়ে দিলেন ক্যারিয়ারে ১০০ কিংবা ১৫০ টেস্ট খেলার পরও যদি এমন ধারাবাহিক থাকতে পারেন তাহলে সেটা তাঁর ভালো লাগবে।